১৮৭৯ সালের এই দিনে মৃত্যুবরন করেন জগৎবিখ্যাত স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
5️⃣ ৫ ই নভেম্বর,
অন্যান্য দিনের মত খুব সাধারণ একটি দিন হলেও এটি পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র পতনের দিন, এক আলোর দিশারির অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার দিন।
১৮৭৯ সালের এই দিনে মৃত্যুবরন করেন জগৎবিখ্যাত স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যিনি ইলেকট্রোম্যাগনেটিজম, পরিসংখ্যানগত বলবিদ্যা ও তাপগতিবিদ্যায় অনন্য অবদান এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানিদের একজন হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
জন্ম
১৮৩১ সালের ১৩ ই জুন স্কটল্যান্ড-এর এডিনবার্গ শহরের এক বিত্তশালী পরিবারে জন্ম গ্রহণ করেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি ছিলেন উকিল জন ক্লার্ক এবং গৃহিণী ফ্রান্সিস কে দম্পতির একমাত্র সন্তান।
শিক্ষা
ম্যাক্সওয়েল এর একাডেমিক পড়াশোনার হাতেখড়ি হয় এডিনবার্গ একাডেমিতে যখন তাঁর বয়স ১০ বছর। এর আগ পর্যন্ত তিনি ঘরেই ধর্ম, গণিত ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেন।১৮৪৭ এ তিনি গণিত নিয়ে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হন ইউনিভার্সিটি অফ এডিনবার্গ-এ। এরপর ১৮৫০ এ তিনি প্রথমে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে ট্রিনিটি কলেজে স্থানান্তরিত হন। ১৮৫৪ সালে এই কলেজ থেকেই তিনি স্নাতক পাশ করেন এবং উক্ত কলেজেই কর্ম জীবন শুরু করেন।
⚛️ গবেষণা
পদার্থবিজ্ঞানের ইতিহাসে আলোর দিশারি হয়ে আসা এই বিজ্ঞানী সর্বপ্রথম আলো এবং তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। লন্ডনের কিংস কলেজে অধ্যাপনা করার সময়েই তিনি তাঁর বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ প্রকাশ করেন যার সাহায্যে প্রমাণিত হয় যে, তড়িৎ চৌম্বক বলই আলো, তড়িৎ এবং চৌম্বকত্ব সৃষ্টির জন্য দায়ী। এছাড়াও, ১৮৬১ সালে তিনিই প্রথম স্থায়ী রঙিন ছবি প্রকাশ করেছিলেন।
পদার্থবিজ্ঞানের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিচরণ করা এই বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানেও রেখেছেন অনন্য অবদান।গাণিতিকভাবে তিনি প্রমাণ করে দেখান যে, শনি গ্রহের বলয় বা রিং প্রকৃতপক্ষে এই গ্রহের অসংখ্য ক্ষুদ্র উপগ্রহের সমষ্টিমাএ এবং এই বলয়গুলি একসময় দূরে সরে যাবে। ১৯৮০ সালে অর্থাৎ তাঁর মৃত্যুর ১০০ বছর পরে ভয়েজার নামক মহাকাশযানের পর্যবেক্ষণ থেকে এই তথ্যের সত্যতা পাওয়া যায়।
অজানা তথ্য : _ বিজ্ঞানি ম্যাক্সওয়েল কবি হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতার একটি হলো “Rigid body sings”।
তিনি ” সবার জন্য শিক্ষা ” এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং ইভনিং ক্লাসের মাধ্যমে তিনি শ্রমিকদের পড়াতেন।
মৃত্যু
পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সে তিনি লন্ডনে মৃত্যুবরন করেন। তাঁর জীবনকাল খুব সংক্ষিপ্ত হলেও তাঁর কাজের মাধ্যমে তিনি আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
References :
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AE%E0%A6%B8_%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95_%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2
https://www.bengaliportal.com/james-clerk-maxwell-bioJames-Clerk-Maxwell
https://www.britannica.com/biography/James-Clerk-Maxen-US
https://www.google.com/url?q=https://digital.nls.uk/scientists/biographies/james-clerk-maxwell/&usg=AOvVaw3zFt55cQnpzJFW57agEF5V&hl=en-US
Content Credit :
✏️ Written by :
Tasmina Ferdous
General Member, CUSS
Team:Eclipse
Department of Soil Science.
2019-2020
Poster Credit :
Raisa Nuzhat
Assistant IT Secretary, CUSS
Department Of Computer Science and Engineering
Session : 2019-20