২১ শে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ ২১ শে ফেব্রুয়ারি, বাংলার ইতিহাসে গৌরবময় একদিন। কারন আজকের দিনটি আমাদের শহীদ দিবস এবং সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ও স্বীকৃত! কিন্তু এই গৌরবোজ্জ্বল শহীদ দিবসের পেছনের ইতিহাস আজও আমাদের চোখকে ভিজিয়ে দেয়ার মতোই করুণ। তার কারণ ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে তৎকালীন পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছিলো রফিক,শফিউর,বরকত ,সালাম ও জব্বারের মতো বাংলার অসংখ্য দামাল ছেলেরা!মাতৃভাষার জন্য তাঁদের এই অবদান জাতি আজীবন মনে রাখবে!
আজকের এই গৌরবের দিনে CUSS পরিবার ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।