বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়!!!
বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়!!!
অনেকের অনুরোধে Chittagong University Scientific Society (CUSS) কর্তৃক আয়োজিত Science carnival 2.0 এর রেজিস্ট্রেশনের সময় বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রশনের নতুন সময়সীমা ২৬ মে, ২০২২। তাই বিজ্ঞানের এই মহোৎসব হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়৷
নাসার মহাকাশচারী ও পদার্থবিদ Sally Ride’র একটা বিখ্যাত কথা রয়েছে-
“Science is fun. Science is curiosity. We all have natural curiosity. Science is a process of investigating. It’s posing questions and coming up with a method. It’s delving in.”
কাজেই বিজ্ঞান মানে গুরুগম্ভীর আলাপ, জটিল সব পরিক্ষা-নিরীক্ষা কিংবা, প্রবল প্রযুক্তিগত জ্ঞানের সমাহার না৷ বরং বিজ্ঞান ও বিজ্ঞানচর্চা হতে হবে আনন্দঘন, আগ্রহনির্ভর এবং বাস্তব অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আর একটা সায়েন্স কার্নিভাল হতে পারে আনন্দের সাথে বিজ্ঞানকে জানার সবচেয়ে ভালো মঞ্চ। এরই প্রেক্ষিতে Chittagong University Scientific Society (CUSS) আয়তনে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আগামী ৫ ই জুন আয়োজন করছে Science Carnival 2.0
দেশবরেণ্য বিজ্ঞানী, গবেষক, শিক্ষকরা যেমন উপস্থিত থেকে ভাগাভাগী করবেন তাদের অভিজ্ঞতা, তেমনি ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীরাও অংশ নিবে দারুণ সব আকর্ষণীয় ইভেন্টে।

