4D Movie Bus & Museum Bus Exhibition
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র রেজিষ্ট্রেশন প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির আয়োজনে অদ্য ২০ মার্চ, ২০২৩ সকাল ১১:৩০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে 4D Movie Bus & Museum Bus Exhibition কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র সভাপতি মিনহাজুর রহমান শিহাব’র সভাপতিত্বে দিনব্যাপী চলা উক্ত কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার। এছাড়াও বিজ্ঞানীদের জীবনী’র উপর প্রবন্ধ রচনা ও ছবি ইলাস্ট্রেশন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র আয়োজনে প্রথমবারের মতো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিচালিত ভ্রাম্যমাণ বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 4D movie exhibition এ বিপুল উৎসুক শিক্ষার্থীর ভীড় জমে দিনজুড়ে বিরুপ আবহাওয়া উপেক্ষা করেও।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও ডিজিটাল ইলাস্ট্রেশন প্রদর্শন করা হয়েছিল।
নতুন আঙ্গিকে বিজ্ঞানকে উপভোগ্য করে তুলতেই আমাদের এই আয়োজন। উক্ত আয়োজনের সকলের অংশগ্রহণ দেখে আমরা অভিভূত।
#4D_Movie_Exhibition
#Biography_summarization_and_illustration_exhibition
#Museum_Bus_Exhibition
#cuss
#national_meuseum_of_science_and_technology
Tag:cuss