All segments at a Glance
Chittagong Science Carnival 3.0
এবার ৩য় বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক খুব শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে “ চট্টগ্রাম সায়েন্স কার্নিভাল ৩.০”। পুরো দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই আয়োজনটিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে বিজ্ঞানমনস্কদের এক বিশাল মিলনমেলা।
উক্ত আয়োজনে ৬টি সেগমেন্ট অন্তর্ভুক্ত থাকবে। আমাদের আসন্ন ইভেন্টের সেগমেন্টগুলো কি কি এবং কাদের জন্য এই সেগমেন্ট, কতজন অংশগ্রহণ করতে পারবে এই সবকিছু নিয়েই আমাদের আজকের আয়োজন।
চলুন তবে একনজরে জেনে নেওয়া যাক।
১. পোস্টার প্রেজেন্টেশন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য এই সেগমেন্ট ।
সর্বোচ্চ ২ জন অংশগ্রহণ করতে পারবে এই সেগমেন্টে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ
শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফিঃ
ক্যাশঃ ১০০০ টাকা
বিকাশ/নগদঃ ১০২০ টাকা
শিক্ষাবিদদের জন্য নির্ধারিত ফিঃ
ক্যাশঃ ১২০০ টাকা
বিকাশ/নগদঃ ১২২৫ টাকা
এই সেগমেন্টে ৩ টি ক্যাটাগরি রয়েছে।
প্রকৌশল ও ভৌত বিজ্ঞান ( EEE, CSE, ME, Architecture, Civil Engineering, Chemical Engineering, Mathematics, Physics, Chemistry, Statistics)
জীবন ও পরিবেশ বিজ্ঞান (Biology, Natural Science, Medicine and Pharmaceuticals, Forestry, Geography, Soil Science, Marine Science, Fisheries, Oceanography)
চিকিৎসা বিজ্ঞান (Medical and Veterinary Sciences)
♦️রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/…/1FAIpQLSe7sDgvaz5…/viewform…
২. প্রজেক্ট উপস্থাপন
এই সেগমেন্টটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
সর্বোচ্চ ৩ জন অংশগ্রহণ করতে পারবে প্রতি টিমে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ ক্যাশঃ ১৫০০ টাকা
বিকাশ/নগদঃ ১৫৩০ টাকা
♦️রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSfyGSrrTBd…/viewform…
৩. হ্যাকাথন
এই সেগমেন্ট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
সর্বোচ্চ ২ জন অংশগ্রহণ করতে পারবে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ
ক্যাশঃ ১০০০ টাকা
বিকাশ/নগদঃ ১০২০ টাকা
♦️ রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSeTcos9IHM…/viewform…
৪. রোবো সকার প্রতিযোগিতা
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকছে এই সেগমেন্ট।
সর্বোচ্চ ৪ জন অংশগ্রহণ করতে পারবে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ
ক্যাশঃ ২০০০ টাকা
বিকাশ/নগদঃ ২০৪০ টাকা
♦️ রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSeIAE55Hnx…/viewform…
৫. আইডিয়া উপস্থাপন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
সর্বোচ্চ ২ জন অংশগ্রহণ করতে পারবে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ
ক্যাশঃ ১০০০ টাকা
বিকাশ/নগদঃ ১০২০ টাকা
♦️রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSf2rS4sluv…/viewform…
৬. টিম কুইজ
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
৩ জন অংশগ্রহণ করতে পারবে।
প্রতি টিমের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফিঃ
ক্যাশঃ ১৪০০ টাকা
বিকাশ/নগদঃ ১৪২৫ টাকা
♦️রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSfql7Po1lE…/viewform…
জেনারেল পার্টিসিপেন্ট
উপরোক্ত সেগমেন্টগুলো ছাড়া ও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী জেনারেল পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
জনপ্রতি রেজিস্ট্রেশন ফিঃ
ক্যাশঃ ৫০০ টাকা
বিকাশ/নগদঃ ৫১০ টাকা
♦️রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLSfLBdidVQ7…/viewform…
ইনস্ট্যান্ট কুইজঃ
এটি সকলের জন্য উন্মুক্ত। এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য আলাদাভাবে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
উপরোক্ত যেকোনো সেগমেন্টে বা জেনারেল পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশনকৃত সকলেই এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবে।
✨উক্ত সেগমেন্টগুলোর প্রত্যেকটি ক্যাটাগরিতে বিজয়ীদের (চ্যাম্পিয়ন ও রানার আপ) জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার ও প্রাইজমানি। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
⭕রেজিস্ট্রেশনের পূর্বে অবশ্যই নিম্নোক্ত যেকোনো নম্বরে ফোন করে রেজিস্ট্রেশনের নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন⭕
১. 01923-172005
২. 01516-341753
♣️ নিচের দেয়া নাম্বারে পছন্দের সেগমেন্ট অনুযায়ী ফি পরিশোধ করে অংশগ্রহণ করুন আমাদের এই কার্নিভালেঃ
Bkash 1: 01735-910849
Bkash 2: 01709-269413
Nagad: 01735-910849
বিস্তারিত জানতে মেইল করুনঃ
ctgscicarnival@gmail.com
অথবা যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/cusscu.bd
ইভেন্ট লিংকঃ https://facebook.com/events/s/chittagong-science-carnival-30/792620898957386/
✳️এছাড়াও চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
ওয়েবসাইট লিংকঃ cussbd.org
#chittagong_science_carnival_3
Chittagong University Scientific Society
3d
·
Tag:cuss