আলফ্রেড নোবেলের জন্মবার্ষিকী
⚖️ পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই নেই,এটি সর্বদাই আমাদের ব্যবহারের উপর নির্ভরশীল। সব কিছুর মতো ডায়নামাইটও এর ব্যতিক্রম নয়৷ এটি যেমন একটি স্থানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে অনুরূপভাবে নতুন কিছু গড়ার জন্যে পূর্ণ সহযোগী হতে পারে। অতএব,ডায়নামাইট এর আবিষ্কারের মাধ্যমে পুরো বিশ্বতে একটি অভাবনীয় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তন এনেছেন নোবেল পুরষ্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।
???????? আলফ্রেড নোবেলের জন্ম সুইডেনের স্টকহোমে ২১ অক্টোবর,১৮৩৩ সালে। উনি শারীরিক ভাবে অধিকাংশ সময় অসুস্থ থাকলেও অসম্ভব মেধাশক্তির অধিকারী ছিলেন উনি। সম্ভ্রান্ত পরিবার থেকে আসা আলফ্রেড নোবেলের রসায়নবিদ, আবিষ্কারকের পাশাপাশি ব্যবসায়ী, কবিতা এবং নাটক লেখক হিসেবেও তার খ্যাতি ছিলো।
রসায়ন অধ্যয়নের সাথে নাইট্রোগ্লিসারিনের প্রতি উনার ছিলো তুমুল আগ্রহ। উনি নাইট্রোগ্লিসারিনকে বাণিজ্যিকভাবে বিষ্ফোরকরূপে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু কথায় বলে ভালো কিছু পাওয়ার জন্যে মাঝেমধ্যে প্রিয় জিনিসকে বিসর্জন দিতে হয়। আলফ্রেড নোবেলকেও তা দিতে হয়েছিলো ১৮৬৪ সালে ছোট ভাই সহ আরো কিছু মানুষকে হারানোর মাধ্যমে। অন্যদিকে ধবংসাত্মক জিনিস আবিষ্কারের জন্যে অনেকেই তাকে পছন্দ করতেন না। তার ছোট ভাই মারা যাওয়ার সুযোগে অনেকে আবার স্বয়ং নোবেলের মৃত্যুর অপপ্রচার শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তবুও তিনি ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখেন নি। ফলস্বরূপ এই তীব্র বাসনা নিয়ে ১৮৬৬ সালে ডায়নামাইট আবিষ্কার করেন।
আলফ্রেড নোবেল সব সময় একটি সুন্দর পৃথিবী নিয়ে ভাবতেন। তিনি ভাবতেন কিভাবে মানুষকে আরো বেশি করে বিজ্ঞান,আবিষ্কারের দিকে ঝুকিয়ে বিশ্বকে উন্নতির অগ্রযাত্রায় নেওয়া যায়। এই প্রত্যাশা থেকেই তিনি মূলত একটি বিশেষ পুরষ্কার দেওয়া নিয়ে চিন্তাভাবনা করেন যেটিকে উনার নাম অনুযায়ী ‘নোবেল প্রাইজ’ বলা হয়।
১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সান রেমোতে ৬৩ বছর বয়সে মারা যান চিরকুমার আলফ্রেড।
References :
1.https://www.nobelprize.org/alfred-nobel/alfred-nobels-life-and-work/
2.https://www.thoughtco.com/alfred-nobel-biography-4176433
4.https://www.britannica.com/biography/Alfred-Nobel
5.https://sciencehistory.org/education/scientific-biographies/alfred-nobel/
6.https://www.nytimes.com/2006/09/26/health/26docs.html
Content credit :
✒️Written by:
Mehedi Hasan
General Member,CUSS
Team : Ancient Hero
Institute of Forestry and Environmental Sciences
Session : 2019-20
Poster Credit :
Abidul Moula Khan
IT Executive
Department Of Physics
Session : 2019-20