চলছে CUSS-এর সাধারণ সদস্য সংগ্রহ-২০২২ এর রেজিষ্ট্রেশন!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সাধারণ সদস্য (CUSS General Member Recruitment 2022) সংগ্রহের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
আমাদের এ বিজ্ঞানভিত্তিক সংগঠনে আপনি কেন যুক্ত হবেন?
- আপনার বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানচিন্তা উন্মোচন ও প্রসারের জন্য
- বিজ্ঞান বিষয়ক ও এর সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য
- আপনার বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশের সুবিধা ও সুযোগ পেতে
- বিভিন্ন একাডেমিক স্কিল ডেভেলপমেন্টের জন্য
- নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন এবং পরস্পরের সাথে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য
- বিজ্ঞান বিষয়ক সৃজনশীলতার বহুমাত্রিক প্রসার ঘটাতে
কারা যুক্ত হতে পারবেন আমাদের সাথে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষদের শিক্ষার্থীরই আমাদের সংগঠনের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি, বিজ্ঞান সবার জন্য, বিজ্ঞান সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এবং জানানোর দায়িত্ব আমাদের সবার। তাই শুধু বিজ্ঞান অনুষদই নয়, যেকোনো অনুষদের শিক্ষার্থীরাই আমাদের সিউএসএস পরিবারের অংশ হতে পারবেন।
নির্বাচিত সাধারণ সদস্যদের প্রাপ্ত সুবিধাবলীঃ
- CUSS এর পরবর্তী ওয়ার্কশপ ও ট্রেনিং সেশনসহ যাবতীয় আয়োজনে সাধারণ সদস্যগণ অগ্রাধিকার পাবে। কিছু পেইড ওয়ার্কশপে CUSS এর সদস্যগণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ছাড় দেয়া হয়।
- CUSS কর্তৃক নতুন সদস্যদের জন্য বিভিন্ন Training ও Member grooming এর ব্যবস্থা করা হবে। ট্রেনিংগুলোতে অংশগ্রহনের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।
- সাধারণ সদস্য হিসেবে পালনকৃত দায়িত্ব বিবেচনাপূর্বক পরবর্তীতে Department Representative, Faculty Moderator এবং সবশেষে Executive Member হিসেবে পদোন্নতি দেওয়া হবে। ধারাবাহিক প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদে যোগ্যতার বিচারে অন্তর্ভুক্ত করা হবে।
- CUSS কর্তৃক আয়োজিত সকল মাসিক সেমিনারে সদস্যগণ ফ্রি অংশগ্রহণের সুযোগ পাবেন।
- সংগঠনের মেগা ইভেন্টগুলোতে (সাইন্স কার্নিভাল, কনফারেন্স, ফেস্ট) নির্দিষ্ট পরিমাণ রেজিষ্ট্রেশন ফি ছাড়ে অংশগ্রহণের সুযোগ।
- সাধারণ সদস্যপদের এক বছর মেয়াদের মধ্যে কোনো প্রকার মাসিক ফি প্রদান করতে হবে না।
- CUSS এর গর্বিত সদস্য হিসেবে বিজ্ঞানের প্রসারে কাজ করার সুযোগ।
- আমাদের পেইজ ও ওয়েবসাইটে নিজের বিজ্ঞানভিত্তিক নিবন্ধ প্রকাশের সুযোগ।
- বিভিন্ন গবেষণায় রিসার্চ অ্যাসিসট্যান্ট হিসেবে অভিজ্ঞতা লাভ করার সুযোগ।
- অর্গানাইজেশনের হয়ে কাজ করার সুবাদে লিডারশীপ ও নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধির সুযোগ।
- CUSS কতৃক আয়েজিত বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন সফট স্কিল যেমনঃগ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং সহ বিভিন্ন সফটওয়্যার এর উপর দক্ষতা উন্নয়নের সুযোগ।
চলুন জেনে নেয়া যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি সম্পর্কেঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান ভিত্তিক সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের অগ্রগতির জন্য নতুন নতুন ধারণা প্রকাশ করার সুযোগ পাবে যা মানুষের কল্যাণ সাধনে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসএস বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক বিষয়ে নিয়মিত কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করেছে। যার মধ্যে সবচেয়ে বড় কার্যক্রম ছিলো চট্টগ্রামে প্রথম সায়েন্স কার্নিভাল আয়োজন, যেখানে প্রায় ৩৭ টি বিশ্ববিদ্যালয় থেকে ৯০০’র ও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও মহামারীর এ সময়ে যখন অন্যান সকল কার্যক্রম যখন স্থবির, তখনো থেমে থাকেনি আমাদের এ সংগঠন। একের পর এক অনলাইন সেমিনার, কন্টেস্ট, ওয়েবিনারের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি।
CUSS Member Recruitment 2022-এ রেজিষ্ট্রেশন এর নিয়মাবলিঃ
- নিম্নে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করতে হবে।
- প্রাথমিকভাবে বাছাইকৃত সদস্যগণকে মোবাইলে SMS ও ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারের(অনলাইন/অফলাইন) তারিখ ও সময়সূচী জানানো হবে।
- কার্যকরী কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করতে হবে।
- সাধারণ সদস্যপদের মেয়াদ এক বছর। সংগঠনে নিজের অবদানের উপর ভিত্তি করে পরবর্তী কমিটিতে পদোন্নতি দেয়া হয়। সংগঠনের হয়ে কোন কাজ করতে না পারলে কিংবা কোন অবদান রাখতে না পারলে এক বছর পর তার সদস্যপদ বাতিল হয়।
- রেজিস্ট্রেশন ফিঃ ৫০০ টাকা, যা শুধুমাত্র চূড়ান্ত নির্বাচিত সদস্যদের দিতে হবে।
তো আর দেরি কেন? এ সংগঠনে সাধারণ সদস্য হিসেবে যুক্ত হতে রেজিষ্ট্রেশন করে ফেলুন আজই!
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/SpR6M8LY3aEU5kVR7