DAAD ফুল-ফ্রি স্কলারশিপ
উচ্চশিক্ষা অর্জনের জন্য অন্যতম এক গন্তব্যস্থল হলো জার্মান যেটি হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথ সুগম করে আর DAAD (German Academic Exchange Service) হলো জার্মানীর অত্যন্ত মূল্যবান একটি স্কলারশিপ প্রোগ্রাম যেটি বিশ্বের প্রায় ১০০০০০ শিক্ষার্থী ও গবেষকদের স্কলারশিপ দিয়ে সাহায্য করে থাকে। DAAD স্কলারশিপ জার্মানীর সরকার কর্তৃক আয়োজিত যেটি জার্মানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। DAAD স্কলারশিপ বিভিন্ন ধরনের হয়ে থাকে যার মধ্যে Helmut Schmidt একটি অন্যতম মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম যাকে সহজ কথায় PPGG বলে ( Scholarship for public policy and good governance) এটি একজন শিক্ষার্থীকে তার দেশের সামাজিক, রাজনৈতিক উন্নতি সম্পর্কে জানতে সাহায্য করবে।
স্কলারশিপ ধরন: ফুল-ফ্রি স্কলারশিপ
স্কলারশিপ পরিমান: মাসিক ৮৬০০০ টাকা (প্রায়)
সুযোগ সুবিধা:
যারা Helmut Schmidt প্রোগ্রাম এ DAAD স্কলারশিপ পায় তাদের টিউশন ফি দিতে হয়না।
DAAD স্কলারশিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতি মাসে ৮৬১ ইউরো (৮৬,৫৪৭.০১ টাকা) পেয়ে থাকে।
এটি শিক্ষার্থীর পড়াশুনা চলাকালীন নানাবিধ খরচ যেমন,বাসস্থান,খাওয়া-দাওয়া,ভ্রমণ, স্বাস্থ্যসেবা,ইত্যাদি বহন করে।এছাড়াও শিক্ষার্থীরা চাইলে পরিবারের জন্য টাকা পাঠাতে পারে।
উচ্চশিক্ষার প্রোগ্রাম অনুযায়ী শিক্ষার্থীরা ৬ মাসের জার্মানী ভাষার কোর্স করতে পারে।
আবেদনযোগ্যতা:
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীর স্নাতক এর সিজিপিএ গড় মান থেকে ভালো হতে হবে।
ল্যাংগুয়েজ সার্টিফিকেট লাগতে পারে (পড়ার কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়)
সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন থাকলে সেটি ভালোভাবে বিবেচনা করা হবে।
পূর্বে কোনো ইন্টার্নশিপ করে থাকলে অথবা চাকরির অভিজ্ঞতা থাকলে সেটি পজিটিবলি নেয়া হবে।
উচ্চশিক্ষা গ্রহন শেষে নিজ দেশে ফিরে অাসা নিয়ে শিক্ষার্থীর ভাবনা কেমন সেটা বিবেচনা করা হবে
যারা আবেদন করতে পারবে না :
যাদের সাম্প্রতিক উচ্চশিক্ষা গ্রহন করা হয়েছে আবেদন করার ৬ বছর অথবা তার ও বেশি সময় আগে তাদের আবেদন গ্রহন করা হবে না।
আবেদনকারী যদি এমন দেশে বাস করে যে দেশ বিগত ১৫ বছর বা তারও বেশি সময় ধরে উন্নত দেশ এর DAC লিস্ট এ স্থান পায়নি তাহলে তার অাবেদন গ্রহন করা হবে না।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে অবশ্যই তার বাছাইকৃত মাস্টার্স কোর্স এর জন্য DAAD স্কলারশিপের মাধ্যমে নির্ধারিত বিশ্ববিদ্যালয় এ আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই উল্লেখ করতে হবে যে সে Helmut Schmidt প্রোগ্রামে আবেদন করছে।
Official website link :
আবেদন এর সময়সীমা: ১ জুন – ৩১ জুলাই, ২০২১
References:https://www.daad.de/…/scholarships/daad-scholarships/
Written by-
Gazi Sadia Yeasmin
Applied Chemistry and Chemical Engineering
CU
Poster Credit-
Mohaimen Sarker
Dept- CSE
CU