আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এবারের আয়োজন “প্রবন্ধ সম্পাদনা”

?️ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের আত্নত্যাগ ও ভাষার প্রতি গভীর মমত্ববোধ বিশ্বে ভাষার জন্য প্রথম প্রাণ উৎসর্গকারী জাতি হিসেবে আমাদের এনে দিয়েছে সম্মান, খ্যাতি ও মর্যাদা।
?এই দিনটির স্মরণে আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এবারের আয়োজন ‘প্রবন্ধ সম্পাদনা (আর্টিকেল রাইটিং)প্রতিযোগিতা’ ।
?প্রবন্ধ রচনার বিষয়বস্তু: “বিজ্ঞানের নথিপত্রে মাতৃভাষা”
অর্থাৎ বিজ্ঞানের অগ্রযাত্রায় বাংলা ভাষাভাষী মানুষের অবদান তুলে ধরা।
?প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
২. ওয়ার্ড ফাইল বা ডক ফাইলে প্রবন্ধ উপস্থাপন।
৩. শব্দ-সম্ভার : ১০০০।
⏳প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা: ১২ ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারি।
?️প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিচের প্রদত্ত গুগল ফর্মটি‌ পূরণ করে আপনার প্রবন্ধটি পাঠিয়ে দিন আমাদের কাছে।
?গুগল ফর্ম লিংক:
?প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে সিইউএসএস এর পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরস্কার!
এছাড়াও থাকছে বিজয়ীদের সম্পাদকীয় প্রবন্ধ আমাদের পেইজ এবং ওয়েব সাইটে প্রকাশের সুযোগ! তাই দেরি না করে পাঠিয়ে দিন আপনার প্রবন্ধটি।

Start Time

12:00 am

February 12, 2023

Finish Time

12:00 am

February 21, 2023

Event Participants

Leave A Reply

Your email address will not be published.