#আর্টিকেল_রাইটিং_প্রতিযোগিতা
#ভিডিও_স্পীচ_প্রেজেন্টেশন
#কুইজ_প্রতিযোগিতা
আপনাকে যদি বলা হয় ক্যামব্রিজ, অক্সফোর্ড বা ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে বাংলাদেশে এসে শিক্ষকতা করতে আপনি কি করবেন?? ইংল্যান্ড, আমেরিকার লাখ টাকার চাকরি ছেড়ে ২৮০০ টাকার চাকরি করার সাহস কি আপনার বা আমার কারো আছে?? তাও যদি হয় আপনার প্রিয় বিষয় এর শিক্ষকতা ছেড়ে এমন এক জায়গায় শিক্ষকতা করা যেখানে মৌলিক গবেষণার সুযোগ পর্যন্ত নেই। আমাদের দেশে এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। এই নগণ্য ব্যক্তিত্বের একজন ছিলেন শ্রদ্ধেয় জামাল নজরুল ইসলাম স্যার।
আগামী ২৪ ফেব্রুয়ারি স্যার জামাল নজরুল ইসলাম এর জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটি আয়োজন করতে যাচ্ছে বিশেষ এক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে জামাল নজরুল ইসলাম স্যার এর জীবনী, বাংলাদেশের বিজ্ঞান অগ্রযাত্রায় তার ভূমিকা, তার গবেষণা কর্ম নিয়ে থাকছে নানা আলোচনা ও কিছু বিশেষ আয়োজন । আমাদের উক্ত আয়োজনে থাকছে তিনটি সেগমেন্ট-
১. আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা
২. ভিডিও স্পীচ প্রেজেন্টেশন
৩.কুইজ প্রতিযোগিতা।
উক্ত সেগমেন্ট গুলোতে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের সকলেই অংশগ্রহণ করতে পারবেন।
আমাদের প্রথম সেগমেন্ট ‘আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা ’
বিষয়ঃ বিজ্ঞানের অগ্রযাত্রায় জামাল নজরুল ইসলাম স্যারের ভূমিকা।
নিয়মাবলীঃ
১. প্রথমে একটি সুন্দর টাইটেল দিতে হবে।
২. ১০০০ শব্দের মধ্যে আর্টিকেলটি লিখে আমাদের কাছে জমা দিতে হবে।
৩. কন্টেন্ট এ যাতে প্লেজারিজম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
৪. তথ্যগুলো যেখান থেকে নেওয়া হবে তা অবশ্যই রেফারেন্সে উল্লেখ করে দিতে হবে।
৫. রেফেরেন্সে উইকিপিডিয়া ব্যবহার না করা শ্রেয়।
আর্টিকেল জমা দেওয়ার সময়সীমাঃ ২০শে ফেব্রুয়ারী, ২০২৩, রাত ১২ঃ০০ ঘটিকা।
এই সেগমেন্টে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার , অফলাইন ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।
দ্বিতীয় সেগমেন্ট ‘ ভিডিও স্পীচ প্রেজেন্টেশন ’-
১.একটি ভিডিও ক্লিপ জামাল নজরুল ইসলাম স্যারকে (স্যারের জীবন, গবেষণা, আবিষ্কার, অর্জন) নিয়ে স্পীচ উপস্থাপন করে বানাতে হবে।
২. ভিডিওটি অবশ্যই ৩-৩:৩০ মিনিটের ভিতরে করতে হবে।
৩.ভিডিও ক্লিপটি গুগল ড্রাইভে আপ্লোড করে[শেয়ার অপশনে Anyone with link করে রাখতে হবে] আপ্লোড লিঙ্কটি গুগল ফর্মে ড্রাইভ লিঙ্কটি দিতে হবে।
ভিডিও লিংক দেওয়ার সময়সীমাঃ ২০ ফেব্রুয়ারী,২০২৩, রাত ১২ ঘটিকা।
বিজয়ীদের জন্য রয়েছে প্রাইজমানি সহ আকর্ষণীয় পুরষ্কার। এর মধ্যে নির্বাচিত ৫ জন ভিডিও ক্লিপের বিষয়বলি ইভেন্টের দিন বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাবেন ।
আমাদের এই ইভেন্টের সর্বশেষ ও তৃতীয় সেগমেন্ট হলো ‘কুইজ প্রতিযোগিতা’
আমাদের এই সেগমেন্টটি অফলাইনে ইভেন্টের দিন অনুষ্ঠিত হবে। কুইজ হবে আমাদের বিশেষ অতিথিদের বক্তৃতা , জামাল নজরুল ইসলাম স্যারকে নিয়ে সবার জানা বিষয়ের মাঝেই নানা বিষয় নিয়ে কুইজ আয়োজন করা হবে ।
এই সেগমেন্টের বিজয়ীদের সকলের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু পুরষ্কার।
প্রত্যেক সেগমেন্টের সকল বিজয়ীদেরকে ইভেন্টের দিন অফলাইনে পুরস্কৃত করা হবে।
আমাদের এই ইভেন্টটি সকলের জন্য উন্মুক্ত, সকলেই আমন্ত্রীত। তাই দেরী না করে এখনই পূরণ করে ফেলুন আমাদের গুগল ফর্মটি।
গুগল ফর্ম লিংকঃ
https://forms.gle/4f7zTFXx81w19Bjq6
#jamal_nazrul_islam
#cuss
#chittagong_university_scientific_society