পলিসিস্টিক ওভারি সিনড্রোমঃ সংকোচ নয়, সচেতনতাই আনবে জয়

⭕পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি হরমোনজনিত রোগ যার প্রভাবে প্রতিবছর আমাদের দেশে অসংখ্য নারী গর্ভধারণ ক্ষমতা হারাচ্ছেন। বিশেষত ১৮-৪৪ বছরের নারীরা এই রোগে ভুগে থাকেন। নারীদেহে এন্ড্রোজেন হরমোনের আধিক্যের কারণে ডিম্বাশয়ের আশেপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়। অসঃখ্য সিস্টের সমষ্টিই পলিসিস্ট। সিস্টগুলো ডিম্বাণুকে পরিণত হতে বাঁধা দেয়। ফলে গর্ভধারণজনিত জটিলতার সৃষ্টি হয়। বর্তমানে অনেক কিশোরী এই রোগে আক্রান্ত। অনিয়মিত ঋতুচক্র এই রোগের অন্যতম একটি উপসর্গ। পরিবেশ ও জিনগত কারণে এই রোগটি নারীদের মধ্যে বিস্তার লাভ করে থাকে। এছাড়াও এই ব্যাধি টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ , স্লিপ এপনিয়া ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যা অসংখ্য নারীর অকালমৃত্যুর জন্য দায়ী। একাধিক কারণে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হয়ে থাকে বলে এই রোগটির একক কোনো চিকিৎসা নেই।
?বহুল আলোচিত এই রোগটির কারণ, ঝুঁকি, বিবিধ জটিলতা, ধরণ, প্রতিকার ও প্রতিরোধসহ সকল ধরনের বিষয়বস্তু তুলে ধরার উদ্দেশ্যে ৮ ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি ‘ পলিসিস্টিক ওভারি সিনড্রোমঃ সংকোচ নয় , সচেতনতাই আনবে জয়’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে। উক্ত ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,
ডা. ফারহানা আক্তার
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ,
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান , এন্ডোক্রাইনোলজি বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
এবং
ডাঃ আফরোজা চৌধুরী,
এমবিবিএস, এমসিপিএস,এফসিপিএস, ডিজিও,
সহযোগী অধ্যাপক,
স্ত্রীরোগ ও ল্যাপারোস্কোপিক সার্জন, গাইনী বিভাগ, ইউএসটিসি।

? ওয়েবিনারের সময়সূচিঃ
মঙ্গলবার, ৮ই মার্চ, ২০২২
রাত ৮টা

?প্লাটফর্মঃ
ফেইসবুক

Start Time

8:00 pm

March 8, 2022

Finish Time

10:00 pm

March 8, 2022

Address

online

Event Participants

Leave A Reply

Your email address will not be published.