বর্তমানে বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা

CUSS-বর্তমানে বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা
ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত পদার্থ,রসায়ন, জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান সর্বত্রই নারীর সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু সামাজিক প্রতিকূলতা, বিভিন্ন বাঁধা ও কুসংস্কার ডিঙিয়ে নারীর বিভিন্ন কৃতিত্বের গল্প পুরুষতান্ত্রিক এ সমাজে আমাদের সামনে খুব কমই এসেছে। এর মধ্যে যাদের নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: হাইপেশিয়া, লরা বেসি, লাইস মিটনার, মেরী এ্যানি ল্যাভিয়েসিয়ে, রোজালিন ফ্রাঙ্কলিন। এছাড়াও আরও অনেকে আছেন যাদের নাম পুরুষশাসিত সমাজে বিলীন হয়ে গিয়েছে। তারপরও পুরুষতান্ত্রিক সমাজের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে মেরি কুরির মতো বহু নারী বিজ্ঞানের ইতিহাসে আলোকশিখা জ্বালিয়েছেন।
এভাবে এক সময় পৃথিবীর বিভিন্ন স্থানে যখন নারীর কৃতিত্ব ও সাফল্য সকলের সামনে উদাহরণ হয়ে আসে, তখন আমাদের এ উপমহাদেশের নারীরা ছিল অনেকটাই পিছিয়ে। বাল্যবিবাহ, সংসারের দায়িত্ব, পুরুষতান্ত্রিক সমাজের অবহেলা নারীকে অনেকটাই পিছিয়ে রেখেছিল। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও দিন যত এগোচ্ছে নারীরা ততই চার দেয়াল থেকে বেরিয়ে সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে পুরুষের সাথে সমান উদ্দীপনায় কাজ করে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
কালভেদে নারীর এরূপ সামনে এগিয়ে আসার পেছনে অনুপ্রেরণা কী?
বিজ্ঞানে নারীর ভূমিকা আসলেই কতটুকু?
বর্তমান বিজ্ঞান ও গবেষণায় নারীর পদচারণা কী আদৌ মসৃণ?
এ সকল বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন এসব চড়াই উৎরাই পেরিয়ে আসা কিছু নারীরা। তারা যেমন পরিবার সামলান ও সামাজিক দায়িত্ব পালন করেন, তেমনি তারা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখেনও বটে! সাফল্যমণ্ডিত এ জীবনে তাদের কি কোনো বাঁধার সম্মুখীন হতে হয়েছিল? জীবনে চলার পথে কোন ধরণের শিক্ষা তারা পেয়েছেন, যেটি কিনা তাদের পরবর্তীতে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে?

এ সকল প্রশ্নের উত্তর শুনবো তাদের মুখে, ১১ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক আয়োজিত “বর্তমান বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা ” শীর্ষক ওয়েবিনারে।

উক্ত ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:

 

১. অধ্যাপক ড. বাসনা মুহুরী
এম.বি.বি.এস; এফ.সি.পি.এস (শিশু)
বিভাগীয় প্রধান
শিশু স্বাস্থ্য বিভাগ
মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল
CUSS-বর্তমানে বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা
২. ড. তাপসী ঘোষ রায়
অধ্যাপক
রসায়ন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
CUSS-বর্তমানে গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা
৩. ড. লায়লা খালেদা
সহযোগী অধ্যাপক
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
CUSS-বর্তমানে বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা
৪. সোনম আক্তার
সহকারী অধ্যাপক
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
পিএইচডি গবেষক
ফ্যাকাল্টি অফ হেলথ এন্ড মেডিকেল সায়েন্স
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক।
CUSS-বর্তমানে বিজ্ঞান গবেষণায় নারীর ভূমিকা ও প্রতিবন্ধকতা
ওয়েবিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ফেইসবুক পেইজ থেকে লাইভে সম্প্রচারিত হবে। তাই অংশগ্রহণ করতে চোখ রাখুন আমাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে।
উল্লেখ্য, ওয়েবিনারে অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই।
প্লাটফর্মঃ ফেইসবুক
তারিখঃ ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
সময়ঃ রাত ৮টা

ইভেন্ট লিংকঃ https://fb.me/e/jUD5fcWT5

Start Time

2:00 pm

February 11, 2022

Finish Time

11:00 pm

February 11, 2022

Address

online

Event Participants

Leave A Reply

Your email address will not be published.