Virtual Environment Fest-2021

??পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি এ দিবস উদযাপনে অভিনব Virtual Environment Fest-2021 আয়োজন করেছে।
আমাদের এ আয়োজনকে ভাগ করা হয়েছে মূলত ৩ ভাগে।
?Reimagine, Recreation & Restore এই তিনটি কার্য সম্পাদানের মাধ্যমে বাস্ততন্ত্রের পুনরুদ্ধার নিশ্চিত করণ এ বছরের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য। আপনার অভিনব Recreation এবং Restore পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে আপনি কিভাবে পরিবেশকে Reimagine করতে পারেন তার ছবি তুলে তিনটি ছবি একসাথে College করে আমাদের ইভেন্টে পোস্ট করুন৷ চাইলে আপনি আপনার এই কাজটি ভিডিওর মাধ্যমেও উপস্থাপন করতে পারেন। সেইক্ষেত্রে Recreate, Reimagine, Restore এই তিনটি ভাগ অবশ্যই আপনার ভিডিও তে থাকতে হবে। সেই সাথে ব্যবহার করুন এই হ্যাশট্যাগটি #reimaginerestorerecreatewithcuss

?পরিবেশ দিবস বিষয়ক কুইজঃ

? কুইজের বিষয়ঃ সাম্প্রতিক বিশ্ব পরিবেশ, বাংলাদেশের বিপন্ন প্রাণীকুল, বাংলাদেশের পরিবেশ, ঔষধি গাছ এবং ম্যানগ্রোভ সুন্দরবন।
?কুইজে উপরোক্ত বিষয়ের উপর ২০ টি প্রশ্ন থাকবে এবং উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ থাকবে ১০ মিনিট।
? এই প্রতিযোগিতা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবার জন্য উন্মুক্ত (আয়োজনের সাথে সংশ্লিষ্টরা ব্যতীত)।
? কুইজে অংশগ্রহণ করতে চাইলে গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
❌ কোন রেজিস্ট্রেশন ফি নেই।
? কুইজের প্রথম তিন বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার পরিবেশ বিষয়ক বই।
⭕ফর্ম লিংকঃ https://cutt.ly/gnjXcuD

?ওয়েবিনারঃ

করোনা আমাদের অনেক কিছুই কেড়ে নিলেও প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছে তার অধিকার। গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ কমছে, কমছে পরিবেশ দূষণও। মানুষ নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ প্রকৃতি ধ্বংসের যে খেলায় মেতে উঠেছিল তাতে এসেছে বিরতি। মানুষের ভোগ আর প্রবৃত্তির দাসত্বে বিপন্ন হওয়া প্রকৃতির প্রাণ ফিরে পাওয়া নিয়ে আলোচনা করা হবে “Covid-19: Is It Healing Our Ecosystem?” নামক ওয়েবিনারে।
?এতে আলোচনা করবেনঃ
মোঃ হুমায়ুন কবির
সহকারী অধ্যাপক,
বন এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
✅ ওয়েবিনারে অংশ নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এবং এ জন্য কোন রেজিস্ট্রেশন ফী নেই। অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে সার্টিফিকেট।
⭕ ফর্ম লিংকঃ https://cutt.ly/VnjXzzR
এ ছাড়াও রয়েছে সারাদিনব্যাপী পরিবেশ নিয়ে বিভিন্ন লেখা, ট্রিভিয়া ও ভিডিওর মাধ্যমে চমৎকার সব পরিবেশনা!
✅ প্রতিটি সেগমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পেজে।
?ইভেন্ট লিংকঃ https://cutt.ly/QnjXPXO
বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার উদ্যোগে আমরা অংশগ্রহণ করছি। আপনি করছেন তো??

Start Time

12:00 am

June 5, 2021

Finish Time

12:00 am

June 5, 2021

Address

Online

Event Participants

Leave A Reply

Your email address will not be published.