



তিন’শর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫ টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। আমাদের দেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যান। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে আমাদের বিস্তারিত বলবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী তাসনিয়া আয়েশা এশা আপু এবং ফারজানা আক্তার তৃষা আপু।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীন সরকারের দেয়া স্কলারশিপ যেখানে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যায়। এই স্কলারশিপে টিউশন খরচ ফ্রি, হোস্টেলে থাকা ফ্রি, এমনকি চিকিৎসা বীমাও বিনামূল্যে দেয়া হয়। চায়নিজ গভঃ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন
ফারজানা আক্তার তৃষা আপু।






উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ইউরোপের দেশ নেদারল্যান্ড। কেননা, প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসংখ্য স্কলারশিপ সুযোগ থাকে এ দেশে। নেদারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এলামনাই আসফাক মাহমুদ ভাইয়া।




বাংলাদেশসহ আন্তর্জার্তিক শিক্ষার্থীদের জন্য পশ্চিমা ইউরোপের দেশ জার্মানি উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিনা টিউশন ফিতে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। জার্মানিতে যত স্কলারশিপ আছে The German Academic Excellence (DAAD) সবগুলোর মাঝে অন্যতম একটি স্কলারশিপ। DAAD স্কলারশিপ এর আদ্যোপান্ত জানবো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবুল হাসনাত ভাইয়ার কাছ থেকে।



