Scholarships: Sail Into Higher Studies

??দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি এবার নিয়ে এসেছে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক তিন দিন ব্যাপী ওয়েবিনার। বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ এবং নামকরা সব স্কলারশিপ সম্পর্কে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জানানো এবং সঠিক গাইডলাইন প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
⭕Day-1(16 August, 2021. 9.00 PM)
?ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ
তিন’শর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫ টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। আমাদের দেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যান। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে আমাদের বিস্তারিত বলবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী তাসনিয়া আয়েশা এশা আপু এবং ফারজানা আক্তার তৃষা আপু।
?চায়নিজ গভঃ স্কলারশিপঃ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীন সরকারের দেয়া স্কলারশিপ যেখানে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করা যায়। এই স্কলারশিপে টিউশন খরচ ফ্রি, হোস্টেলে থাকা ফ্রি, এমনকি চিকিৎসা বীমাও বিনামূল্যে দেয়া হয়। চায়নিজ গভঃ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন
ফারজানা আক্তার তৃষা আপু।
?স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ – হাঙ্গেরিতে ফুল ফান্ডেড স্কলারশিপ হাঙ্গেরি ইউরোপের একটি ছোট দেশ। স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায়, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। হাঙ্গেরি সরকারের এই স্কলারশিপ নিয়ে আমাদের জানাবেন তৃষা আপু।
?Bitish Council Scholarship in STEM for Women,UK উচ্চ শিক্ষায় বিজ্ঞানে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রতিবছর আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার মেয়েদের এই স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী যুক্তরাজ্যের ১৯ টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটিতে পড়ার সুযোগ পায়। এই ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ নিয়ে কথা বলবেন তাসনিয়া আয়েশা এশা আপু।
?এই সেশনটিতে অংশগ্রহণ করতে চাইলে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন।
?Segment A রেজিষ্ট্রেশন লিংক?
https://cutt.ly/KQRvNOJ

⭕Day-2 (18 August, 2021, 9.00 PM)
উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য ইউরোপের দেশ নেদারল্যান্ড। কেননা, প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসংখ্য স্কলারশিপ সুযোগ থাকে এ দেশে। নেদারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এলামনাই আসফাক মাহমুদ ভাইয়া।
??এই সেশনে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করে ফেলুন এই লিংকে।
?Segment B রেজিস্ট্রেশন লিংক?
https://cutt.ly/EQRbqNj
⭕Day-3 (21 August 2021, 9.00 PM)
বাংলাদেশসহ আন্তর্জার্তিক শিক্ষার্থীদের জন্য পশ্চিমা ইউরোপের দেশ জার্মানি উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিনা টিউশন ফিতে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। জার্মানিতে যত স্কলারশিপ আছে The German Academic Excellence (DAAD) সবগুলোর মাঝে অন্যতম একটি স্কলারশিপ। DAAD স্কলারশিপ এর আদ্যোপান্ত জানবো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবুল হাসনাত ভাইয়ার কাছ থেকে।
??এই সেশনে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করে ফেলুন এই লিংকে।
?Segment C রেজিস্ট্রেশন লিংক?
https://cutt.ly/cQRbeh8
⌛রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ১৪ই আগস্ট, ২০২১ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত।

Start Time

9:00 pm

August 16, 2021

Finish Time

11:00 pm

August 21, 2021

Address

Online

Event Participants

Leave A Reply

Your email address will not be published.