Astro Olympaid

আগামী ৪-১০ অক্টোবর পুরো বিশ্ব জুড়ে পালিত হবে ” International Space Week”। বর্তমান প্রজন্মকে মহাকাশ সম্পর্কে অনুসন্ধিৎসু করতে এবং মহাকাশ সংক্রান্ত কল্যাণকর অবদানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে ” International Space Week “একটি বিশ্বজনীন উৎসব। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি এই বছর আয়োজন করতে চলেছে “Astro Olympaid”
আমাদের এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।
এই অলিম্পিয়াড এ রয়েছে আমাদের বিশেষ তিনটি সেগমেন্ট।
Cosmic IQ
Sky Ward Shutter
Astro Talk
 প্রত্যেক সেগমেন্টে অংশগ্রহণকারীর জন্য রয়েছে সার্টিফিকেট। তাছাড়াও বিজয়ীদের জন্য আকর্ষণীয় সব পুরষ্কার তো রয়েছেই।
 Cosmic IQ :
এই সেগমেন্টে থাকছে-
মহাকাশ সম্পর্কিত প্রশ্নোত্তর
মহাকাশ নিয়ে কিছু প্রশ্ন থাকবে যা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে হবে। এখানে সকল প্রশ্ন আই-কিউ সম্পর্কিত হবে। এছাড়াও থাকবে ব্রেইনস্টোমিং কিছু প্রশ্ন। তাৎক্ষনিক নিজের মেধার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রশের উত্তর করতে হবে। এখানে প্রশ্নগুলো সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ হবে। আরো থাকবে প্রবলেম সলভিং যেখানে কতকগুলো গানিতিক বা বৈজ্ঞানিক বা মহাকাশ সম্পর্কিত সমস্যা দেয়া হবে যার সমাধান আপনাদেরকে বের করতে হবে।আমাদের এই সেগম্যান্টটিতে আপনি সরাসরি সশরীরে অংশগ্রহণ করতে পারবেন।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। তাহলে আজই রেজিষ্ট্রেশন করুন Cosmic IQ সেগম্যান্টটির জন্য।
Skyward Shutter
আমাদের এই অলিম্পিয়াডের অন্যতম আয়োজন আমাদের এই সেগমেন্ট Skyward Shutter।
যাদের মহাকাশ কিংবা Astronomy ফটোগ্রাফিতে অনেক বেশি কৌতুহল বা ইচ্ছা তাদের skill এবং শিল্পকর্ম প্রদর্শনীর এটাই সুবর্ণ সুযোগ।
এই সেগমেন্টে অংশগ্রহণের জন্য যা যা করবেন :
নিজের তোলা মহাকাশ বা Astronomy সম্পর্কিত ছবি আমাদেরকে google form এ সাবমিট করতে হবে।
ছবিটি অবশ্যই Authentic হতে হবে। ( plagiarized হওয়া যাবে না)।
ছবিতে কোন Watermark থাকা যাবে না।
ছবিতে অতিরিক্ত Manipulation করলে তা গ্রহণযোগ্য হবে না।
ছবিটি অন্য কোনো competition -এ prize পেয়ে থাকলে তা গ্রহণযোগ্য হবে না।
প্রথম তিনজন বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
 তার পাশাপাশি নির্বাচিত সেরা ছবিগুলোকে আমাদের offline অনুষ্ঠানের দিনে Photo Exhibition-এ দেখানো হবে।
???? Astro Tal :
এই সেগমেন্টে প্রতিযোগিদের মহাকাশ সম্পর্কিত যেকোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে।
????️ প্রেজেন্টেশন অবশ্যই পোস্টার স্লাইড শো অথবা এনিমেশনের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে।
⏰প্রেজেন্টেশনের সময়সীমা ২:৩০ মিনিট হতে ৩ মিনিট। প্রেজেন্টেশন এর থেকে বেশি দীর্ঘ হওয়া যাবে না।
????️প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ী সিলেক্ট করা হবে এবং বিজয়ীদের প্রেজেন্টেশন আমাদের অফলাইন প্রোগ্রামের দিন সকল দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। তাছাড়াও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
আমাদের এই সেগমেন্ট গুলো তে অংশগ্রহণ করার জন্য নিম্নে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করুন।
????গুগল ফর্ম লিংক :
https://forms.gle/ZAgaNTsMMms61H7eA
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময় : ২ অক্টোবর রাত ১২ ঘটিকা অব্দি।
???? এছাড়াও আমাদের অফলাইনে রয়েছে আরো কিছু মজাদার আয়োজন।
✨ তাহলে আর দেরী কেন! জলদি করে আপনার রেজিস্ট্রেশন টি সম্পূর্ণ করে ফেলুন । আর আমাদের এই আয়োজনের অংশীদার হয়ে যান।

Start Time

12:00 am

October 12, 2023

Finish Time

10:00 pm

October 12, 2023

Event Participants

Leave A Reply

Your email address will not be published.