Biography summarization &illustration creation : In the commemoration of 4 greatest scientists

আসন্ন ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কতৃক আয়োজিত হতে যাচ্ছে “Biography summarization &illustration creation : In the commemoration of 4 greatest scientists” শীর্ষক প্রতিযোগিতা। বিজ্ঞানীদের স্মৃতিরক্ষা উদযাপন এবং শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানীদের জীবনবৃত্তান্ত উপস্থাপনের মাধ্যমে অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই এই ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন।প্রদর্শনীর জন্য উপস্থাপনা সংগ্রহ করা হচ্ছে!!
আয়োজনে থাকছে দুইটি সেগমেন্ট –
১ম সেগমেন্ট
বিজ্ঞানীদের জীবনবৃত্তান্তকে তথ্যবহুল এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন।
➡️এটি অবশ্যই ২৫০ শব্দসীমার মধ্যে হতে হবে। ??২য় সেগমেন্ট
বিজ্ঞানীদের প্রতিচ্ছবি উপস্থাপন। (ডিজিটালি / ইলাস্ট্রেশন)
❗যে বিজ্ঞানীদের জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হবে তারা হলেন
১.আলেক্সান্ডার ফ্লেমিং(মৃত্যু -১৯ মার্চ,১৯৫৫)
২.আলবার্ট আইনস্টাইন (জন্ম -১৪ মার্চ, ১৮৭৯)
৩.স্টিফেন হকিং (মৃত্যু -১৪ মার্চ, ২০১৮)
৪.জামাল নজরুল ইসলাম (মৃত্যু ১৬ মার্চ, ২০১৫)
➡️যেকোন একজনের জীবনবৃত্তান্ত উপস্থাপন করতে হবে।
বাছাইকৃত সেরা উপস্থাপনা ও প্রতিচ্ছবিগুলো প্রদর্শীত হবে ১৯ মার্চ।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার!
তাই দেরি না করে নিচে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করে আপনার অনন্য সৃষ্টিকর্ম পাঠিয়ে দিন আমাদের কাছে।
গুগল ফর্ম লিংকঃ
https://docs.google.com/…/1FAIpQLScPhijhYpc…/viewform…
⏳উপস্থাপনা জমা দেয়ার সময়সীমাঃ ১০মার্চ-১৫ মার্চ।
প্রদর্শনীর স্থানঃ শহীদ মিনার প্রাঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Start Time

12:00 am

March 9, 2023

Finish Time

12:00 am

March 15, 2023

Event Participants

Leave A Reply

Your email address will not be published.