
বর্তমানে ক্লিনিক্যালি ব্যবহৃত বা ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদিত হওয়া বিভিন্ন ড্রাগসের ডিজাইন এবং অনুরূপ জৈবিকভাবে সক্রিয় অণুগুলির আবিষ্কার, বিকাশ এবং বিশ্লেষণের জন্য কম্পিউটেশাল রসায়ন সারাবিশ্ব জুড়ে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। রসায়ন, ফার্মেসি, প্রাণরসায়ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই রিসার্চ এর কাজে কম-বেশি এই কম্পিউটেশাল রসায়ন ও কম্পিউটেশনাল বায়োলজির ভূমিকা পালন করছে।

এই পরিপ্রেক্ষিতে Chittagong University Scientific Society (CUSS) এবার আপনাদের জন্য নিয়ে এসেছে ৭দিন ব্যাপী কম্পিউটেশাল রসায়ন ও কম্পিউটেশনাল বায়োলজির উপর একটি অনলাইন প্রশিক্ষণ

“Computer-Aided Drug Design: Desktop to Publication.”

এই সেশনের মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের মাঝে “Computational Chemistry & Computational Biology” এর বেসিক কনসেপ্টগুলো তুলে ধরা। সেই সাথে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তাদেরকে হাতে কলমে শিখানো যেন পরবর্তীতে তা তাদের ব্যাবহারিক জীবনে কাজে লাগাতে পারে।
আমাদের সেশনটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে 
Computer-Aided Drug Design এর একদম বেসিক থেকে এডভান্সড লেভেল পর্যন্ত শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে। সম্পূর্ণ কোর্সের খুবই সামান্য কিছু অংশ এখানে তুলে ধরা হলো। সম্পূর্ণ কোর্স সিলেবাস ইভেন্টে আপলোড আছে।

Introduction to Computer-Aided Drug Discovery

Computational Chemistry

Quantum Mechanics in Drug Design

Ligand design & Optimization

Semi-Empirical Methods

Classical Mechanics in Drug Design

Molecular Mechanics

Introduction to DNA, RNA & Protein

Homology Modeling, Protein preparation & Minimization

Molecular Docking in Modern Drug Discovery

Virtual Screening

Drug Likeness & ADME/T Analysis

Molecular Dynamics Simulation

Guidelines for Manuscript Preparation to Publication
এছাড়াও আরও অনেক কিছুই পাবেন এই কোর্সটিতে।


সেই সাথে ট্রেনিং শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রোজেক্ট এর সুবিধা এবং ই-সার্টিফিকেট।
কারা কারা সেশনটিতে অংশগ্রহণ করতে পারবেন

বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, রসায়ন, ফলিত রসায়ন, জেনেটিক্স, ইমিউনোলজি, এমবিবিএস শিক্ষার্থী, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োমেডিকাল টেকনোলজি, বায়োইনফরম্যাটিকস, উদ্ভিদ বিজ্ঞান, শিল্পের ফার্মাসিউটিকাল বিজ্ঞানীরা, একাডেমিয়া, এবং জীবন বিজ্ঞান, কম্পিউটার সাইন্স, ইইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা / মাস্টার্স / পিএইচডি / পেশাদার / বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেশনটিতে অংশগ্রহণ করতে পারবেন।
তথ্যবহুল এই সেশনটি নিবেন 
Md. Junaid
Principal Research Investigator
Advanced Bioinformatics, Computational Biology and Data Science Laboratory, Bangladesh.
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০০০ টাকা। তবে CUSS এর সাধারণ সদস্যদের জন্য বিশেষ ছাড় আছে। এ ব্যাপারে নিজ নিজ ফ্যাকাল্টি মডারেটর এর মাধ্যমে যোগাযোগ করতে হবে।


এই লিংক থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে ফিরতি মেইলে আপনার কাছে রেজিস্ট্রেশন ফি প্রদান সংক্রান্ত তথ্য প্রেরণ করা হবে। রেজিস্ট্রেশন ফি প্রদান করার পরে আপনার কাছে রেজিস্ট্রেশনের নিশ্চিতকরণ ইমেল যাবে। যেখানে সম্পুর্ণ ক্লাশ শিডিউল, সিলেবাস ও প্রয়োজনীয় অন্যান্য ক্লাশ ম্যাটেরিয়ালস থাকবে।
রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১০ই ডিসেম্বর।
পিসি রিকোর্য়ামেন্টেসঃ


Windows 7-10. (Personal Computer/Desktop/Laptop)


Processor: 64-bit (x64 based) i3 – later.
ট্রেনিং শুরুর তারিখঃ সবার সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ই ডিসেম্বর (বুধবার) সরকারী ছুটি থাকার কারণে সেদিন সহ শুধুমাত্র শুক্র ও শনিবার ক্লাশ হবে।
সময়ঃ সকাল ০৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত। কোর্সটির সর্বমোট ব্যাপ্তি ০৭ দিন।
মিডিয়াঃ অনলাইন।

ট্রেনিং বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই নম্বরে

+8801758703553