Home » Events » Conquer GRE: a guide line to higher study
Conquer GRE: a guide line to higher study
দেশে অনার্স বা মাস্টার্স শেষে উচ্চশিক্ষা লাভের জন্য অনেকেরই স্বপ্ন থাকে দেশের বাইরে যাবে, স্কলারশিপ নিয়ে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহনের স্বপ্ন দেখে এমন শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইউরোপিয়ান অনেক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ইভালুয়েশনের জন্য সিজিপিএ এবং IELTS/TOEFL স্কোর দেখে।
কিন্তু, আমেরিকা, কানাডা সহ আরো বেশ কিছু দেশের ইউনিভারসিটি সকল শিক্ষার্থীদের একই মানদণ্ডে ইভালুয়েট করার জন্য একটু অভিন্ন পরীক্ষা, GRE এর স্কোর দিয়ে শিক্ষার্থীদের যাচাই করে। এই পরীক্ষায় মূলত শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা হয়। প্রধানত Science এবং Arts ব্যাকগ্রাউন্ড এর শিক্ষার্থীদের GRE লাগে। তবে, এখন কোনো কোনো বিজনেস স্কুলও স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে GRE স্কোর গ্রহণ করছে।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন GRE এর একটা ভালো স্কোর। এর জন্য প্রয়োজন GRE এর প্রস্তুতি সম্পর্কে সঠিক গাইডলাইন। তাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি আয়োজন করতে যাচ্ছে Conquer GRE: a guideline to higher study শীর্ষক সেমিনার। যেখানে GRE ‘র আদ্যোপান্ত আলোচনা করা হবে, দেয়া হবে GRE সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর এবং এর প্রস্তুতি সম্পর্কেও দেয়া হবে যথাযথ গাইডলাইন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন University of Colorado Denver এর বর্তমান গ্র্যাজুয়েট রিসার্চ এসিস্ট্যান্ট রাহিমা খাতুন-ই-জান্নাত।