সহজ ভাষায়, গ্রাফিক ডিজাইনিং হলো কম্পিউটার সফটওয়্যার- এর মাধ্যমে কোন একটি কল্পনা, ধারণা বা তথ্যকে দৃশ্যমান রূপ দেওয়া। বর্তমান বিশ্বে নিজের সৃজনশীলতাকে উপস্থাপন করার জন্য সম্ভাবনাময় একটি মাধ্যম হচ্ছে এই গ্রাফিক ডিজাইনিং। শুধু তাই নয়, এটি হয়ে উঠেছে আধুনিক বিশ্বের অন্যতম চাহিদাবহুল পেশাগুলোর একটি। তাই, একজন গ্রাফিক ডিজাইনার- এর সুযোগ থাকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিতে কাজ করে ভালো পরিমাণ অর্থ উপার্জনের। এছাড়াও রয়েছে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং- এর মাধ্যমে অর্থ উপার্জনের বিকল্প।
আগামী ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট- এর সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে “Graphic Design Mastery with Creative IT Institute” শীর্ষক ওয়ার্কশপটি।
[ বিঃদ্রঃ উক্ত ওয়ার্কশপটি শুধুমাত্র বর্তমান এবং আসন্ন সদস্যদের জন্য উন্মুক্ত। ]
সময় : দুপুর ১.৩০ – ৩.৩০ ( অফলাইন )