Hues of Ocean & Life

World Ocean Day 2021 ?

আমাদের পৃথিবীর বড় একটা অংশ জুড়ে রয়েছে সাগর-মহাসাগর। আমাদের বহু চাহিদা পূরণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রয়েছে তার অবদান। কিন্তু সেই সাগর-মহাসাগরকে আমরা করে তুলছি বিষাক্ত। ফলে হুমকির মুখে পড়েছে তার বাস্তুতন্ত্র এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় জনজীবন যার একটি বড় অংশ পুরোপুরি ভাবে সাগরের উপর নির্ভরশীল। তাই সমুদ্র নিয়ে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর ৮ই জুন পালিত হয় World Ocean Day। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো জীবন ও জীবিকা। দিবসটি উদযাপনের উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি নিয়ে এসেছে নতুন কিছু আয়োজন।

1️⃣ Ocean in one expression

সমুদ্রকে কিংবা মোহনা বা নদীর কোনও তোলা ছবি কিংবা এই সম্পর্কিত আপনার কোনও একটি ছবিতে সমুদ্রের গুরুত্ব ফুটিয়ে তুলে তাকে একটি বাক্যে/ স্লোগানে প্রকাশ করতে হবে এই সেগমেন্টটিতে। চাইলে আপনি সমুদ্র দূষণ, উপকূলীয় জীবন ও জীবিকা, সমুদ্র সম্পদ, পর্যটনশিল্প, নদী ও সমুদ্রের সম্পর্ক ইত্যাদি তুলে ধরতে পারেন আপনার ছবির মাধ্যমে। তবে ছবিটি অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে এবং লিখাটিও আপনার হতে হবে। এই আয়োজনে সেরা ১ টি ছবি নির্বাচিত হবে যার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও ই-সার্টিফিকেট।

2️⃣ How ocean and environment friendly are you?

প্রকৃতির কোলে বেড়ে উঠা আমরা প্রকৃতির সন্তান। এই প্রকৃতির বড় একটি অংশই হল সাগর-মহাসাগর। আমাদের দৈনন্দিন কার্যকলাপ, ব্যবহৃত দ্রব্য, আমাদের আচরণ কতটুকু সমুদ্র এবং পরিবেশ বান্ধব তা মূল্যায়নের জন্যই এই সেগমেন্ট। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নির্মল পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণ এবং পুনরুদ্ধার এর কোনো বিকল্প নেই। এই সেগমেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারেন সমুদ্র ও পরিবেশ সংরক্ষণের ব্যাপারে আপনি আসলেই কতটুকু সচেতন!! নিজেকে মূল্যায়ন করুন, পরিবেশ বান্ধব হোন, পরিবেশের প্রতি সহানুভূতিশীল আচরণ করে একটি বাসযোগ্য নির্মল পৃথিবী গড়ার মিছিলে শামিল হোন।

3️⃣ Splay your thoughts like the ocean: 1min speech

কেমন হয় যদি সাময়িকের জন্য নিজেকে অতীতে আবিষ্কার করা যায়?
হ্যাঁ CUSS এবার “সমুদ্র দিবস” কে সামনে রেখে এমনই একটি প্ল্যাটফরমে আপনার প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় একটি ইভেন্ট “উপস্থিত বক্তৃতা” যা সময়ের বহমানতায় বর্তমানে চোখে পড়ে না বললেই চলে। এই ইভেন্টটিতে খুব স্বল্প সময়ে অংশগ্রহণকারীরা উপস্থিত চিন্তাধারা দর্শকদের সামনে তুলে ধরে। এতে একদিকে যেমন অংশগ্রহণকারীর চিন্তাশক্তির গভীরতা বৃদ্ধি পায় তেমনি তৎক্ষণাৎ একটি বিষয়কে চমকপ্রদ করে উপস্থাপনের দক্ষতারও প্রসার ঘটে। সমুদ্র-শিক্ষার প্রসার ঘটাতে সমুদ্র-বিষয়ক টপিকই থাকছে এই ইভেন্টে। সমুদ্র-শিক্ষা ও সমুদ্র-সচেতনতা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে “সমুদ্র দিবস” কে ফলপ্রসূ করতে আমাদের এই প্রয়াস।
⭕ Splay your thoughts like the ocean: 1min speech এ রেজিষ্ট্রেশনের লিংকঃ https://forms.gle/prSNEmZiav6bPtcu8
? উক্ত তিনটি প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত এবং কোনো রেজিষ্ট্রেশন ফি এর প্রয়োজন নেই
? প্রত্যেক সেগমেন্টে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও ই-সার্টিফিকেট

Start Time

12:00 am

June 8, 2021

Finish Time

12:00 am

June 15, 2021

Address

Online

Event Participants

Leave A Reply

Your email address will not be published.