★১১ই ফেব্রুয়ারি International Day of Women and Girls in Science উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি Women in Science on Canvas শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলো, যার ব্যাপ্তি ছিলো ১১.০২.২১ থেকে ০৫.০৩.২১ তারিখ পর্যন্ত।
আজকের দিনের বিজ্ঞানের অগ্রগতির পেছনে যেসকল নারীদের অবদান রয়েছে গ্রাফিক্স বা চিত্রকর্মের মাধ্যমে তা ফুটিয়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিলো। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় ১১ টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
★কন্টেন্ট মূল্যায়ন:
★পুরস্কার প্রদান:
1 Comment
Do you mind if I quote a few of your posts as long as I provide credit and sources back to your website?
My website is in the exact same area of interest as yours and my users would definitely
benefit from some of the information you provide here. Please let me know if
this alright with you. Cheers!