Women in Science on Canvas

★১১ই ফেব্রুয়ারি International Day of Women and Girls in Science উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি Women in Science on Canvas শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলো, যার ব্যাপ্তি ছিলো ১১.০২.২১ থেকে ০৫.০৩.২১ তারিখ পর্যন্ত।

আজকের দিনের বিজ্ঞানের অগ্রগতির পেছনে যেসকল নারীদের অবদান রয়েছে গ্রাফিক্স বা চিত্রকর্মের মাধ্যমে তা ফুটিয়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিলো। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় ১১ টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১. প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
২. প্রতিযোগিকে অবশ্যই প্রতিযোগিতার থিম (দেশী- বিদেশী নারী বিজ্ঞানীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার, বিজ্ঞানে নারীর অবদান বা তাদের পথচলার সংগ্রাম) অনুসারে কনটেন্ট তৈরি করতে হবে।
৩. কনটেন্ট ডিজিটাল আর্টের মাধ্যমে (বিভিন্ন সফটওয়্যার যেমন PowerPoint, Photoshop, Illustrator ইত্যাদি) অথবা হাতে (রং তুলি বা রং পেন্সিল ব্যবহার করে) এঁকে জমা দেওয়া যাবে। এক্ষেত্রে ক্যানভাস বা আর্ট পেপারের সাইজ হতে হবে ১×১.৫ ফিট (৩০×৪০ সে.মি.) এবং ডিজিটাল আর্টের ক্ষেত্রে সাইজ স্কয়ার রেশিও হবে। পাওয়ারপয়েন্ট এ ১০×১০ ইঞ্চি এবং ইলাস্ট্রেটর বা ফটোশপে ১৫০০×১৫০০ পয়েন্ট হতে হবে।
৪. চিত্রকর্মের সাথে প্রতিযোগিকে ২০০ শব্দের মধ্যে তার চিত্রকর্মটি ব্যাখ্যা করে একটি লেখা জমা দিতে হবে‌।
৫. চিত্রকর্মটি png/jpg/jpeg ফরম্যাটে এবং লেখাটি doc ফাইলে গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে।
৬. কন্টেন্টের সাথে অবশ্যই যথাযথ রেফারেন্স যুক্ত করতে হবে।
৭. প্লেজারিজম (অন্য কোন লেখা থেকে কপি করা) অবশ্যই পরিহার করতে হবে এবং নিজের ভাষায় উপস্থাপন করতে হবে।
৮. একজন প্রতিযোগি চাইলে একাধিক কনটেন্ট জমা দিতে পারবেন। কিন্তু একই প্রতিযোগির একটির বেশি কনটেন্ট পুরস্কৃত করা হবে না।
৯. পূর্বে কোনো প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত কনটেন্ট গ্রহণ করা হবে না।

★কন্টেন্ট মূল্যায়ন:

১. ডিজিটাল আর্ট এবং হাতে আঁকা চিত্রকর্ম আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং দুই ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হবে।
২. চিত্রকর্ম ও চিত্রকর্মের ব্যাখ্যা সম্বলিত লেখা আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
৩. প্রতিযোগি যত অনন্য, বিরল ও গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন প্রতিযোগিতায় তার ততই এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

★পুরস্কার প্রদান:

দুই ক্যাটাগরি থেকে বিজয়ী দুজনের প্রত্যেকের জন্যই রয়েছে ১০০০ টাকার প্রাইজমানি এবং রানার্সআপদের জন্য রয়েছে ৫০০ টাকার প্রাইজমানি। এছাড়াও, দুটো ক্যাটাগরিতে প্রথম ১০ জন প্রতিযোগির জন্য রয়েছে ই-সার্টিফিকেট এবং সবার কনটেন্ট আমাদের ফেসবুক পেজ থেকে পাবলিশ করার সুযোগ।
★প্রতিযোগিতার শুরু: ১১.০২.২০২১
★জমাদানের শেষ তারিখ: ২৫.০২.২০২১
★প্রথম রাউন্ডের ফলাফল: ০২.০৩.২০২১

 

Start Time

9:00 am

February 11, 2021

Finish Time

9:00 pm

March 5, 2021

Address

Online

Event Participants

    1 Comment

  1. March 7, 2022
    Reply

    Do you mind if I quote a few of your posts as long as I provide credit and sources back to your website?
    My website is in the exact same area of interest as yours and my users would definitely
    benefit from some of the information you provide here. Please let me know if
    this alright with you. Cheers!

Leave A Reply

Your email address will not be published.