
Workshop on “A Generalized Guidelines for Higher Studies”

★ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি, রিসার্চ সোসাইটির সাথে সম্মিলিতভাবে ০২.০৪.২১ থেকে ০৪.০৪.২১ তারিখ পর্যন্ত “A Generalised Guideline for Higher Studies” শিরোনামে উচ্চশিক্ষা বিষয়ক দুই দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মু. জালাল উদ্দিন এবং অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মু. আবদুস সাত্তার।
Start Time
12:00 am
April 21, 2021
Finish Time
12:00 am
April 4, 2021