Global Astronomy Month
#Global_Astronomy_Month
April , 2023 পালিত হচ্ছে Global Astronomy Month হিসেবে।
✨এই উপলক্ষে পুরো এপ্রিল মাস জুড়ে আমরা কিছু মজার মজার মহাকাশবিজ্ঞানের বিষয়াবস্তু সম্পর্কে ধারণা নিবো। এরই প্রেক্ষিতে আজকে আমাদের প্রথম বিষয় হলো মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু, কোয়েজার।
আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার দেখা সবথেকে উজ্জ্বলতম বস্তুটি কি? আপনারা হয়তো নির্দ্বিধায় বলে দিবেন সূর্য। একদিক দিয়ে আপনি ভুল নন। বিজ্ঞানীরা মহাবিশ্বের কোন বস্তুর উজ্জ্বলতা পরিমাণের জন্য দুইটি টেকনিক্যাল শব্দের ব্যবহার করেন, Apparent Magnitude এবং Absolute Magnitude। Apparent Magnitude বলতে কোন বস্তু পৃথিবী থেকে কতটা উজ্জ্বল দেখায় তাকে বুঝায়। সেই হিসেবে চাঁদের আলোকেও অনেক নক্ষত্রের থেকে উজ্জ্বল দেখানো যেতে পারে। কিন্তু, আমরা জানি চাঁদের নিজস্ব কোন আলোই নেই। এইজন্য কোন বস্তুর বাস্তবিক উজ্জ্বলতা পরিমাপের জন্য আমাদের প্রয়োজন Absolute Magnitude।
উজ্জ্বলতার পরিমাণের জন্য একটি লগারিদমিক স্কেলের ব্যবহার করা হয় যেখানে কোন বস্তুর মান স্কেলে যত বড় সেই বস্তুটি ততটাই কম উজ্জ্বল এবং যে বস্তুর মান স্কেলে যত ছোট সেই বস্তুটি ততটাই বেশি উজ্জ্বল। আমাদের সূর্যের উজ্জ্বলতার বাস্তবিক মান এই স্কেলে 4.8 যা খুব বেশি খারাপ না। কিন্তু মহাবিশ্বে এর থেকেও উজ্জ্বল বস্তু রয়েছে। যেমন সূর্যের পর পৃথিবী থেকে দেখা সব থেকে উজ্জ্বল নক্ষত্র Sirius এর উজ্জ্বলতার মান এই স্কেলে 1.46. এই নক্ষত্রটি সূর্যের থেকে ২৫ গুণ বেশি উজ্জ্বল। এটাকে কি অনেক বেশি মনে হচ্ছে? তাহলে মহাবিশ্বের উজ্জ্বলতম নক্ষত্র R136a1 সম্পর্কে আপনার কি মতামত রয়েছে যার উজ্জ্বলতার Absolute Magnitude এর মান -12.16। এই নক্ষত্রটি আমাদের সূর্যের থেকে কয়েক লক্ষ গুণ বেশি উজ্জ্বল। একটি নক্ষত্র কতটাই না উজ্জ্বল হয়, তাই না? তাহলে ভাবুন একটি গ্যালাক্সি কতটা উজ্জ্বল হবে যার মধ্যে এরকম বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে।
☄️যদি আপনাকে বলা হয় যে মহাবিশ্বে এমন কিছু রয়েছে যা একটি গ্যালাক্সির থেকেও ১০০ গুণ বেশি উজ্জ্বল!! জ্বি হ্যা, এটিই হলো মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু কোয়েজার।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কোথায় পাওয়া যাবে এই কোয়েজার? মজার বিষয় হলো মহাবিশ্বের উজ্জ্বলতম এই বস্তু পাওয়া যায় মহাবিশ্বের সবথেকে অন্ধকারাচ্ছন্ন বস্তুর কাছে অর্থ্যাৎ ব্ল্যাক হোলের কাছে। আমরা জানি, ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের সব থেকে ঘন বস্তু এবং এর মহাকর্ষ বল এতটাই বেশি যে আলো অব্দি এর থেকে ফেরত আসতে পারে না। কিছু বিজ্ঞানীদের মতে, যখন কোন একটি সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল তার আশেপাশের গ্যাস, পদার্থ ও বড় বড় নক্ষত্রকে গ্রাস করতে শুরু করে তখন ঘর্ষণের ফলে ব্ল্যাক হোলের আশেপাশের তাপমাত্রা এতোটাই বেশি হয়ে যায় যে ব্ল্যাক হোল গ্রাস করা পদার্থ ও গ্যাসকে দ্রুত গতিতে শক্তি রুপে বের করে দেয় যার ফলে উৎপত্তি হয় মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তু কোয়েজার এর।
একটি কোয়েজার আসলে কতটা উজ্জ্বল? প্রথম দেখা পাওয়া কোয়েজার 3C 273 এর উজ্জ্বলতার Absolute Magnitude -26.7 যেটি আমাদের সূর্য হতে ৪ ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল এবং আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সম্পূর্ণ উজ্জ্বলতার থেকেও ১০০ গুণ বেশি উজ্জ্বল। এখন থেকে খুজে পাওয়া সব থেকে দুরের কোয়েজার হলো ULASJ 1120+0641 যা আমাদের থেকে ২৯ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এবং আমাদের সব থেকে কাছের কোয়েজার হলো IC 2497 যা আমাদের থেকে ৩৭০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
✨ একটি কোয়েজারকে পাওয়া যায় কোন গ্যালাক্সির একদম কেন্দ্রে । কারণ সেখানেই অবস্থান করে সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল। এ ধরনের গ্যালাক্সির কেন্দ্রকে বলা Active Galactic Nuclei । যদি আমাদের পৃথিবী এই Galactic Nuclei এর সরাসরি রেঞ্জে চলে আসে তখন সেই কোয়েজার কে বলা হয় ব্লেজার। আজ অব্দি দেখা দেওয়া সব থেকে উজ্জ্বল বস্তু হলো Blazar 3C454.3 যার বাস্তবিক উজ্জ্বলতার মান স্কেলে -31.4 যা সংখ্যায় সব থেকে কম। অর্থাৎ বাস্তবিকতায় সব থেকে বেশি উজ্জ্বল।
আজ অব্দি দেখা দেওয়া সকল কোয়েজার আমাদের থেকে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর অর্থ কোয়েজার মহাবিশ্বের প্রাচীনতম বস্তুদের একটি। ভাবতেই কতটা অবাক লাগে যে আকাশে দেখা দেওয়া এই কোয়েজারের স্থানে এখনই যদি আমরা কোনভাবে যেতে পারি তাহলে সেখানে এদের কোন অস্তিত্বও হয়তো খুঁজে পাওয়া যাবে না। এ সব কিছুই কোটি বছর আগে ঘটে যাওয়া ঘটনা যার আলো কেবল আমাদের কাছে এসে পৌছাচ্ছে। কিন্তু কোয়েজারে জন্ম এখনও মহাবিশ্বে হতে পারে। এমনকি তাদের জন্ম আজ থেকে ৩০০-৫০০ কোটি বছর পর আমাদের এখানেই হতে পারে। যখন এন্ড্রোমিডা এবং মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝে সংঘর্ষ হবে তখন এদের কেন্দ্রে অবস্থিত সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল দুটির সংঘর্ষের ফলে কোয়েজারের উৎপত্তি হতে পারে।
#cuss
#quasar
#brightest_object_in_the_universe
References :
1.https://www.google.com/search?q=quasar&oq=quasar+&aqs=chrome..69i57j69i59l3.1618j0j9&client=ms-android-oppo-rvo2&sourceid=chrome-mobile&ie=UTF-8
2. https://youtu.be/xyDIJGeIzZc
3. https://youtu.be/mHeQbL1TuOc
4.https://www.sciencebee.com.bd/qna/14877/%E0%A6%95%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF
5.https://www.britannica.com/science/quasar
Content Credit :
✏️Written By :
K.M. Shifat Shahrin Shawccho
Assistant Publication and Publicity Secretary
Department Of Physics
Session : 2018-19
Poster Credit :
Sazzadul Islam
Department Of Physics
Session : 2019-20