Grandfather Paradox
#অজানা_বিজ্ঞান ????
ধরুন আপনাকে একটা টাইম মেশিন দেয়া হল,আপনি টাইম মেশিন পেয়েই আপনার অতীতে চলে গেলেন। অতীতে গিয়ে আপনি কোনো কারণ ছাড়াই আপনার বাবা জন্ম নেয়ার আগেই আপনার দাদাকে মেরে ফেললেন।যেহেতু আপনি দাদাকে মেরে ফেলেছেন,আপনার বাবা জন্ম নেয়ার প্রশ্নই আসবেনা। ফলস্বরূপ আপনার কোনোদিন জন্মই হয়নি। আপনার জন্ম না হলে আপনি অতীতে গেলেন কীভাবে? আপনার দাদাকে মারলেন কীভাবে?
তাহলে বলা যায় আপনার দাদা এমন একজনের হাতে মারা গেছে যার অস্তিত্বই এই মহাবিশ্বে নাই।কিন্তু এটা কিভাবে সম্ভব?
টাইম ট্রাভেল নিয়ে এই বিখ্যাত দ্বন্দ্বকে বলা হয় Grandfather Paradox.
Grandfather paradox এর উৎপত্তি:
Rene Barjabel ছিলেন একজন ফরাসি সাংবাদিক এবং বিজ্ঞানভিত্তিক উপন্যাস লেখক।তিনি ১৯৪৩ সালে প্রশ্ন আনেন যে, কেউ যদি টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে গিয়ে তার বাবা জন্ম নেয়ার আগেই তার দাদাকে মেরে ফেলে তাহলে কি ঘটবে? মূলত সেই সময় থেকেই এই প্যারাডক্সের উৎপত্তি।তাছাড়া বিভিন্ন সময়ে গল্পলেখকরা তাদের বিভিন্ন গল্পে এই প্যারাডক্সের কথা আনেন।
Grandfather Paradox এর মতোই Bootstrap Paradox যেই প্যারাডক্সে ভিত্তিতে ধরুন আপনি নিউটনের সূত্রগুলো নিয়ে অতীতে নিউটনের কাছে চলে গেলেন এবং তাকে দিলেন যখন নিউটন এই সূত্রগুলো নিউটন আবিষ্কারই করেনি।একুশ শতকে এসে আপনি দেখলেন যে আপনার টিচাররা এই সূত্রগুলোই আপনাকে পড়াচ্ছে।তাহলে এখন প্রশ্ন আসে এই সূত্রগুলো আবিষ্কার করল কে?
ইটস প্যারাডক্স!!!!!
Grandfather Paradox এর সমাধান কি সম্ভব?
এই দ্বন্দ্বগুলোর জন্যই অনেক দার্শনিকরা মনে করেন যে টাইম ট্রাভেলের মাধ্যমে কখনো অতীতে যাওয়া সম্ভব নয়। আইনস্টাইনের রিলেটিভিটির সূত্র অনু্যায়ী আসলেই এটা সম্ভব। ধারণা করা হয় আমাদের স্পেসে কিছু ব্রিজ আছে যেগুলাকে বলা হয় Warmhole যা দেখতে টানেলের মতো যেগুলো স্পেস্টাইমে দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টকে সংযোগ করে। এই পয়েন্টগুলো হইতে পারে ভিন্ন ভিন্ন দুইটা জায়গা। বলা যায় তাত্ত্বিকভাবে Warmhole এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ আমরা খুব কম সময়ের মধ্যে পার করতে পারব অথবা দুইটি ভিন্ন টাইম পয়েন্টকে সংযুক্ত করতে পারব। যেটা কিনা মূলত Time Travelling.
⁉️ এখনো কিন্তু সমাধান হয়নি এই প্যারাডক্স :
যদি টাইম ট্রাভেল আসলেই সম্ভব হয় এই প্যারাডক্সগুলোও সম্ভব হবে। ১৯২০ সালের দিকে Self consistency theory একটি ধারণা দাড়া করায় যে,অতীতের গিয়ে এমন কিছুই করা সম্ভব নয় যেটা ভবিষ্যৎকে পরিবর্তন করবে অর্থাৎ আপনি কখনো অতীতে গিয়ে আপনার দাদা মারতে পারবেন না।যতবারই মারতে যাবেন ততবারই আপনার সামনে একটা দেয়াল চলে আসবে।কিন্তু এই ধারণা পুরোপুরিভাবে বাতিল করর দেয়া হয়।কারণ এরকম দেয়াল কখনোই আনা সম্ভব না। ১৮০১ সালে থমাস ইয়ং আলো তরঙ্গ নাকি কণা পরীক্ষা করতে গিয়ে তার ডাবল স্লিট পরীক্ষা চালায় যেখানে একটা অস্বচ্ছ পর্দায় দুইটা ফাটল সৃষ্টি করে আলোক রশ্মি পাঠানো হয়। দেখা যায় ফাটলগুলো দিয়ে আলো তরঙ্গ আকারে বের হচ্ছে। পরবর্তীতে আরো গবেষণার জন্য আলোক রশ্মি প্রেরণ না করে শুধু একটি ইলেক্ট্রন পাঠায় যেখানে অবিশ্বাস্যভাবে আলো দুইটা বৈশিষ্ট্যই দেখাচ্ছে, তরঙ্গ এবং কণা। তাত্ত্বিকভাবে বলা যায় আলো এক এক ইউনিভার্সে এক এক বৈশিষ্ট্য দেখাবে। এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো অনেক পৃথিবী রয়েছে যেগুলা একটা আরেকটার প্রতিরূপ।
শুরু করা যাক মূল সমাধান :
এই তত্ত্বগুলো আমরা আমাদের প্যারাডক্সগুলোর সমাধান করতে ব্যবহার করতে পারি
আপনি যখন আপনার অতীতে যাচ্ছেন আপনার দাদাকে মারার জন্য,আপনি কিন্তু অতীতে যাচ্ছেন না আপনি যাচ্ছেন আরেকটা পৃথিবীতে। আপনার দাদাকে মারার ফলে কি কি ঘটতে পারে সেগুলা নিয়ে অই পৃথিবীতে আপনার একটা ভবিষ্যৎ নির্ধারণ হবে।
তাহলে আমরা দেখছি এক পৃথিবীতে আপনার দাদা বেঁচে আছে, অন্য পৃথিবীতে বেঁচে নেই। এই দুইটা ঘটনায় সমান্তরালে চলছে। এই ধারণা থেকে বলা যায় আপনি টাইম ট্রাভেল করে এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে প্রবেশ করছেন,”Which is identical upto the time you arrive”.
মূলত এসব প্যারাডক্স তাত্ত্বিকভাবে সম্ভব,আদতে এগুলা সবই অসম্ভব।
তেমন আরোকিছু প্যারাডক্স হতে পারে।
যেমন:
➡️আগন্তুক প্যারাডক্সঃ
Paradox এর আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে আগন্তুক প্যারাডক্স। একটা শহরে এক অদ্ভুত আইন আছে! নগররক্ষীর কড়া নজরে থাকে এই শহর।সেখানে কেউ এলেই নগররক্ষী জানতে চায়, শহরে সে কেন এসেছে? জবাব ভুল হলেই শাস্তি হবে সঙ্গে সঙ্গে । ফাঁসি। একবার এক আগন্তুক এলেন এই শহরে। যথারীতি নগররক্ষী তার এখানে আসার কারণ জানতে চাইলেন। আগন্তুক জবাব দিলেন তিনি ফাঁসিতে ঝুলতে এসেছেন। মহা সমস্যায় পড়ে গেলেন নগররক্ষী। যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে আগন্তুকের কথাই সত্যি হয়ে গেল। কিন্তু সত্যি কথা বললে কেউ ফাঁসিতে ঝুলতে পারে না। আবার যদি আগন্তুককে ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে নগরের নিয়ম ভঙ্গ হয় আর লোকটার জবাবও মিথ্যা হয়ে যায়।
➡️সত্যবাদী-মিথ্যাবাদী প্যারাডক্সঃ
কেউ যদি বলে, “আমি আমার জীবনে কোনদিন সত্যি কথা বলি নাই ” তবে এটাও একটা প্যারাডক্স। কারণ, যদি সে সত্য না বলে তাহলে তার এই কথাটাও মিথ্যা। আবার এই কথাটা মিথ্যা হলে সে সত্যবাদী। আবার সত্যবাদী হলে এই কথাটাও সত্য। সুতরাং সে মিথ্যাবাদী।
কি ঝামেলা…!!
➡️রেস্টুরেন্ট প্যারাডক্সঃ
কেউ যদি বলে, “ওই রেস্টুরেন্টে কেউ যায় না, কারণ ওটাতে সবসময় ভিড় থাকে” এটা একটা প্যারাডক্স। কারণ, কেউ যদি ওই রেস্টুরেন্টে না যায় ভিড় হয় কিভাবে? আবার যদি ভিড় না থাকে সবাই সেখানেই যাবে, সবাই গেলে ভিড় হবে। আবার যদি ভিড় হয় কেউ সেখানে যাবে না। কেউ না গেলে ভিড় হবে না।
ইট’স প্যারাডক্স….
অজানা বিজ্ঞান যেন এক একটি মহাবিশ্ব। গোলকধাঁধায় ফেলতে বাধ্য একজন বিজ্ঞানপ্রেমীকে।তবুও অজানা বিজ্ঞানের রহস্য উদঘাটন করেই যাচ্ছে বিজ্ঞানীরা,বিজ্ঞানপ্রেমীরা।
References :
1.https://www.alleydog.com/glossary/definition.php?term=Self-Consistency+Theory
2. https://pubmed.ncbi.nlm.nih.gov/1452769/
3.https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.britannica.com/video/186418/concept-grandfather-paradox-time-travel%23:~:text%3DRene%2520Barjavel%2520was%2520a%2520French,and%2520killed%2520his%2520own%2520grandfather.&ved=2ahUKEwiS5Kuw-Nv-AhXG7jgGHZUyDhwQFnoECBEQBQ&usg=AOvVaw0S_PbG6g3YbuSYjKoDkOsf
Content Credit :
✏️ Written by :
Efrin Anowar
General Member,CUSS
Team : Odyssey
Department Of Zoology
Session : 2019-20
Poster Credit :
Abidul Moula Khan
IT Executive, CUSS
Department Of Physics
Session : 2019-20