HACKATHON

📌📌চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক আয়োজিত কার্নিভালের বিভিন্ন সেগমেন্টের মধ্যে অন্যতম একটি সেগমেন্ট হিসেবে থাকছে হ্যাকাথন। তবে সবার মনে প্রশ্ন আসতে পারে এটি কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বা আইটি শিক্ষার্থীদের জন্য?

🔰🔰হ্যাকাথন বলতে বোঝায় এমন একটি প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে একটী সমস্যার সমাধান বের করতে পারেন। সাধারণত হ্যাকাথন কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং বা আইটি ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী নির্ভর বলেই সবার ধারণা। ফলে অন্যান্য ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও তারা অংশগ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের হ্যাকাথন সেগমেন্ট এর থিম এমন যা সমাধানের জন্য বিশেষ কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থী হতে হবে না। যে কেউ সরবরাহকৃত সমস্যার লজিক্যাল সমাধান কিছু নির্দিষ্ট মানদণ্ড বজায় রেখে উপস্থাপন করতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা বা জাতীয় কোনো সমস্যার সমাধানের একটি অন্যতম মাধ্যম আমাদের এই হ্যাকথন।

এই হ্যাকাথন প্রতিযোগিতায় আগ্রহী প্রতিযোগীর বিজ্ঞান, কলা অথবা ব্যবসায় কোনো নির্দিষ্ট শাখার শিক্ষার্থী হওয়া বাধ্যতামূলক নয়। যেকোনো বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে হ্যাকাথনে এবং উপস্থাপন করতে পারবে বাস্তবিক সমস্যার কার্যকরী সমাধান।

📌📌সাধারণ নির্দেশনা:
রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণার পর (২২ মে) অংশগ্রহণকারীরা ইমেলের মাধ্যমে তাদের প্রশ্ন পাবেন। তারা সমস্যা সমাধানের জন্য ৭২ ঘন্টা সময় পাবেন এবং প্রদত্ত লিঙ্কের মাধ্যমে তাদের উত্তর জমা দিবেন। জমা দেওয়ার একদিন পর ফলাফলের মাধ্যমে নির্বাচিত দল ঘোষণা করা হবে। ইভেন্টের দিন (৫ জুন) বিচারক প্যানেলের (পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করে) সামনে নির্বাচিত দলগুলোকে তাদের সমস্যা/প্রশ্নের সমাধান উপস্থাপন করতে হবে। সমাধান উপস্থাপন এবং পরবর্তী প্রশ্নোত্তরের জন্য তাদের মোট ৫ মিনিট সময় দেওয়া হবে।
অংশগ্রহণকারীরা সমাজের বিভিন্ন সমস্যা এবং সেসবের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

📌দলের সদস্য:
প্রতিটি দল সর্বোচ্চ ২ জন সদস্য নিয়ে গঠিত হবে। প্রতিটি দলের যাবতীয় কার্যক্রম দলের নেতা তত্ত্বাবধান করবে। দলের সদস্যরা একই প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের হতে পারে।
এই সেগমেন্টটি সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, এটি একটি হাইব্রিড (অনলাইন এবং অফলাইন) হ্যাকাথন হতে চলেছে। অনলাইনে প্রাথমিক বাছাইয়ের পর উত্তীর্ণ দলসমূহ তাদের সমাধান পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ইভেন্টের দিন উপস্থাপন করবেন।

📌📌কেন অংশ নিবেন?
হ্যাকাথনে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সমস্যার সমাধান করতে হয় যা আপনার নির্দিষ্ট বিষয়ে দ্রুত চিন্তা করার ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। একটি সমস্যার বাস্তবসম্মত সমাধান কত দ্রুত বের করা যায় তাঁর অভিজ্ঞতা হবে। এছাড়া আপনার উপস্থাপন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নিজের চিন্তাকে সবার সামনে তুলে ধরার মত বিভিন্ন স্কিলগুলোও শাণিত হবে।

কাজেই আর দেরী না করে দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন ডেডলাইন শেষ হওয়ার আগেই এবং জিতে আকর্ষণীয় পুরষ্কার।

📌Registration Link: https://form.jotform.com/221062881205448
Reg. fee: 1000 BDT per team (Maximum 2 members)

🌼 রেজিস্ট্রেশনের সময়সীমা ২৬ মে, ২০২২ তারিখ পর্যন্ত।