Happy Darwin Day
আজকের এই ১২ই ফেব্রুয়ারীতে ১৮০৯ সালে ইংল্যান্ডের শ্রুজবেরি, শিরোপ্সায়ারে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত জীববিজ্ঞানী এবং প্রকৃতিবিদ চার্লস ডারউইন,যার পুরো নাম চার্লস রবার্ট ডারউইন।
তিনি সবার কাছে তাঁর বিবর্তনবাদ তত্ত্ব ‘প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন’ এর কারণে সুপরিচিত। তাঁর বিবর্তন তত্ত্ব আধুনিক জীববিজ্ঞান এবং বিবর্তন গবেষণা ও পড়াশোনার ভিত্তি হিসেবে সকল বিজ্ঞানপ্রিয় মানুষের কাছে সমাদৃত।
চার্লস ডারউইন এর বাবা রবার্ট ওয়েরিং ডারউইন ছিলেন ডাক্তার।মাত্র ৮ বছর বয়সেই চার্লস ডারউইন তাঁর মাকে হারান!তিনি বড় তিন বোনের আদর যত্নে বড় হয়েছেন।ছেলেকে ডাক্তার বানাবেন এই ইচ্ছা থেকেই তাঁর বাবা ডারউইনকে ১৬ বছর বয়সে মেডিক্যাল ডিগ্রির জন্য এডিনবার্গ ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন। তখনকার সময়ে কোনো এনেস্থেটিক ব্যবহার করে অস্ত্রোপচার করা হতো না ( অস্ত্রোপচার এর সময়ে রোগী স্বজ্ঞানে থাকতেন); যা ডারউইনের কাছে অমানবিক লাগায় তিনি তাঁর ডাক্তার হবার পড়াশোনা সেখানেই স্থগিত করে দেন। এরপর ‘ধর্মতত্ত্ব’ নিয়ে ভর্তি হোন ইউনিভার্সিটি অভ ক্যাম্ব্রিজে, সেখানে তাঁর আবেগের বিষয় ‘প্রাকৃতিক ইতিহাস’ তাঁর চিন্তা ও গবেষনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
১৮৩১ সালে এইচ এম এস বিগল জাহাজে করে প্রকৃতিবিদ হিসেবে যাত্রা শুরু করেন। এই সমুদ্রযাত্রায় তিনি ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, গ্যালাপোগাস দ্বীপ ঘুরে প্রাণী পর্যবেক্ষণ এবং শৈবাল, প্ল্যাঙ্কটন, ফসিল ও প্রাণীর নমুনা সংগ্রহ করেন।১৮৩৬ সালে ইংল্যান্ডে ফেরত গিয়ে তাঁর সংগৃহীত নমুনাগুলো নিয়ে গবেষণা শুরু করেন। এই নমুনাগুলো নিয়ে তিনি তৎকালীন প্রত্নতাত্তিক ও ভূতাত্তিকদের সাথে আলোচনা করেন ও গবেষণা করেন যা তাঁকে প্রাণী ও বৃক্ষের সময়ের সাথে সাথে পরিবর্তন ও নতুন প্রজাতির উদ্ভব নিয়ে আরও গভীর গবেষণা করতে উদ্বুদ্ধ করে। ১৮৩৯ সালে তিনি তাঁর ডায়েরি ‘ Journal of Researches into the Geology and Natural History of the Various Countries Visited by H. M. S. Beagle(1839)’ প্রকাশের ফলে খ্যাতি অর্জন করেন।
১৮৫৯ সালে চার্লস ডারউইনের বিখ্যাত বই ‘On the Origin of Species of Species by Means of Natural Selection’ প্রকাশিত হয়। ডারউইনের যোগ্যতার ভিত্তিতে প্রাকৃতিক নির্বাচনের মূল ধারনা হলো প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্যারেন্ট এ্যানিমেলে যে পরিবর্তন হয় তা বংশানুক্রমে ওই প্রাণীর সন্তানদের মাঝে স্থায়ী বৈশিষ্ট্য তৈরি করে যা প্রজন্মান্তরে নতুন প্রজাতির জন্ম দেয়।
আজ জীববিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন এর জন্মদিনে সিইউএসএস পরিবার তাঁকে গভীর শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করছে।
Reference :
1.https://education.nationalgeographic.org/…/charles-darwin
2.https://www.britannica.com/…/On-the-Origin-of-Species
3.https://makingscience.royalsociety.org/…/fst00029136
4.https://www.latestly.com/…/darwin-day-2023-date-know…
5.https://www.nhm.ac.uk/…/charles-darwin-most-famous…
6.https://www.biography.com/scientists/charles-darwin
Content Credit :
Written By :
Tasmia Nishat
Assistant Research and Development Secretary
Department Of Zoology
Session : 2019-20
Poster Credit :
Abidul Moula Khan
IT Executive
Department Of Physics
Session : 2019-20