“Henneguya salminicola” এমন এক অদ্ভুত প্রাণী যা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে
#অজানা_বিজ্ঞান
⭕ “অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে এমন অদ্ভুত এক প্রাণী”
❓ আচ্ছা, আপনাকে যদি বলা হয় কোনো একটি প্রাণী অক্সিজেন ছাড়া বেঁচে আছে। আপনি কি বিশ্বাস করবেন? অথবা কখনো কি ভেবেছেন অক্সিজেন ছাড়া ও কোনো প্রাণী বেঁচে থাকতে পারে?
হ্যাঁ, সম্প্রতি একদল গবেষক খুঁজে পেয়েছেন এমন একটি প্রাণী যার বেঁচে থাকার জন্য সত্যিই অক্সিজেনের প্রয়োজন নেই। এবং এই প্রাণীটি হলো Henneguya salminicola.
কোনো প্রাণী বেঁচে থাকার জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ন উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম হলো অক্সিজেন। কিন্তু বড়ই অদ্ভুত প্রাণী Henneguya salminicola-কে খুঁজে পেয়েছেন ইসরায়েলের তেল-আভিভ বিশ্ববিদ্যালয়ের (Tel-Aviv University) গবেষকরা, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না। এটি মূলত একপ্রকার পরজীবী প্রাণী।
গবেষকদের দাবি, স্যামন মাছের পেশীতে পাওয়া যায় এদের। এরা দেখতে জেলিফিশের বা প্রবালের মত। এই প্রাণীরা অত্যন্ত ক্ষুদ্র আকারের হয়ে থাকে। এদের শরীর মাত্র ১০টি কোষের সমন্বয়ে গঠিত।
মানুষ এবং প্রায় সকল প্রাণীরই অ্যারোবিক রেসপিরেশন হয়। যাকে বাংলায় বলে সবাত শ্বসন। সবাত শ্বসনের জন্য আবশ্যিক উপাদান হলো অক্সিজেন। শ্বাস প্রশ্বাস ও শ্বসনের জন্য তাই প্রত্যেকটি প্রাণীর অক্সিজেন প্রয়োজন। তেল-আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটির একজন গবেষক ডরোথি হুচন জানান, Henneguya salminicola-এর সবাত শ্বসন হয় না। যার কারণে এদের অক্সিজেন প্রয়োজন হয় না। শক্তির জন্য এরা যে প্রাণীর দেহে বাস করে তার উপর নির্ভরশীল”। প্রচলিত ধারার বাইরে গিয়ে বেঁচে আছে এই প্রাণীটি।
গবেষণা দলটির প্রধান ইয়াহলোমি জানান,”মানুষসহ বিশ্বের প্রতিটি প্রাণীর শরীরে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। যা শ্বাস প্রশ্বাস ও শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রাণীটি মাল্টিসেলুলার এবং এর শরীরে কোনো মাইটোকন্ড্রিয়াল জিনোম নেই। এই কারণেই এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন একেবারেই প্রয়োজন হয় না। Henneguya salminicola- ই প্রথম এমন এক প্রাণী যাদের শরীরে মাইটোকন্ড্রিয়াল জিনোমের অস্তিত্ব নেই।
ইয়াহলোমি আরো জানান, ” এটিকে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে এর মধ্যে সবুজ নিউক্লিয়াস দেখা গেলেও দেখা যায় নি কোনো মাইটোকন্ড্রিয়াল DNA”।
এই পরজীবী (Henneguya salminicola) স্যামন মাছের দেহে ট্যাপিওকা ডিজিজ নামক রোগটি সৃষ্টির জন্য দায়ী। এটি যে প্রাণীর দেহে বাস করে তার থেকে প্রয়োজনীয় সব উপাদান শোষণ করে এবং প্রাণীটি যতদিন বেঁচে থাকে পরজীবীটিও ততদিন বেঁচে থাকে।
যদিও এখনও পর্যন্ত এর জন্ম, বিকাশ, প্রজনন সম্পর্কে জানা হয়ে উঠেনি। তবুও বর্তমানে জীববিজ্ঞানে এটি তুলেছে নতুন আলোড়ন, খুলে দিয়েছে গবেষণার নতুন দ্বার। অপ্রত্যাশিত এই অনুসন্ধানে প্রাণী জগৎ সম্পর্কে বিজ্ঞানের ধারণার পরিবর্তন হতে পারে, উন্মোচিত হতে পারে বৈচিত্র্যময় জগতের নতুন বৈচিত্র্য।
#cuss
#henneguya_salminicola
References :
1.https://bangla.latestly.com/technology/scientists-discover-animal-that-doesnt-breathe-oxygen-34479.html
2.https://zeenews.india.com/bengali/lifestyle/scientists-accidentally-discovered-first-multicellular-life-that-doesnt-need-oxygen_303162.html
3.https://www.jugantor.com/lifestyle/284157/%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87–%E0%A6%AC%E0%A7%87%E0%A6%81%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80
Content Credit :
✏️ Written by:
Diba Biswas
General Member, CUSS
Department of Zoology
Session: 2021-22
Poster Credit:
Tanjina Rahman Chuti
General Member, CUSS
Department of Oceanography
Session : 2018-19