INSTANT SPEECH

⭐ ⭐ তাৎক্ষণিক বিজ্ঞান বক্তৃতার (Instant Science Speech) নিয়মাবলী ⭐⭐

♦️♦️যারা সাধারণ সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করবেন তারা এই সেগমেন্টে অংশ নিতে পারবেন এবং যারা অন্যান্য অংশের জন্য রেজিস্ট্রেশন করবেন (পোস্টার উপস্থাপনা, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন) তারাও এই সেগমেন্টে অংশ নিতে পারবেন।
?️আলাদাভাবে রেজিস্ট্রেশনের কোনো দরকার নাই।

১। এ সেগমেন্টে অংশগ্রহণকারীরা বিজ্ঞানের নির্দিষ্ট একটি বিষয় নির্বাচন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তৃতা পরিবেশন করবে।

২। প্রতিযোগিতার আগের দিন অংশগ্রহণকারীদের মেইলের মাধ্যমে বিজ্ঞানের একটি বিস্তৃত বিষয় (যেমনঃ সামাজিক অর্থনীতিতে বিজ্ঞান, সাম্প্রতিক বিজ্ঞান ইত্যাদি) সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

৩। ঐ বিষয়ের উপর প্রতিযোগিতার দিন প্রতিযোগীকে দুইটি টপিক দেয়া হবে যার মধ্যে একটি টপিকের উপর বক্তৃতা দিতে হবে।

৪। বিচারকদের সামনে ৩ মিনিটের মধ্যে বক্তৃতা উপস্থাপন করতে হবে।