Inter School & College Treasure Hunt Competition
কখনো ভেবে দেখেছেন যে জ্ঞান, দক্ষতা এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে আমরা সমস্যা সমাধানে কতটুকু দক্ষ? কিংবা আদৌ কি আমরা আমাদের বাস্তব জীবনে জ্ঞান, দক্ষতা আর উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি কিনা।
নিজের জ্ঞান, সূক্ষ বিশ্লেষণ এবং Navigation skill কাজে লাগিয়ে বাস্তব জীবনে সমস্যা সমাধানের উদ্দেশ্যকে সামনে রেখে Chittagong University Scientific Society এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে Inter School & College Treasure Hunt Competition.
এছাড়াও স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এর জন্য আমাদের আরো একটি আয়োজন Inter School Quizitc। নিজের সাধারণ জ্ঞানের দক্ষতা প্রমাণের জন্য অংশগ্রহণ করতে পারেন আমাদের এই প্রতিযোগিতায়।
Treasure Hunt প্রতিযোগিতার নিয়মাবলি:
**প্রত্যেক স্কুল বা কলেজ থেকে চারটি টিম গ্রহনযোগ্য ( স্কুল লেভেলে ২টি + কলেজ লেভেলে ২টি ) এবং প্রত্যেক টিমে ৪ জন প্রতিযোগী থাকবে।
** যেহেতু Treasure Hunt প্রতিযোগিতা একই সাথে বুদ্ধিবৃত্তিক এবং শারিরীক সক্ষমতার উপরে নির্ভর করে ( একজন প্রতিযোগিকে হয়তো হালকা উঁচু গাছ কিংবা পাহাড়ের ঢাল বেয়েও এগিয়ে যেতে হতে পারে)
সুতরাং, শারীরিকভাবে সক্ষম প্রতিযোগীদের প্রাধান্য দিতে হবে।
** টিমে এমন একজন থাকতে হবে যার Navigation Skill ভালো।
**টিমে গাণিতিক, পদার্থবিজ্ঞান,জীববিজ্ঞান এবং আইকিউ সলভিং এ দক্ষ অন্তত দুইজন রাখা।
** নেভিগেশনের জন্য ম্যাপ বাদে অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
** যেহেতু এটি একটি আন্ত:স্কুল/কলেজ প্রতিযোগিতা , সুতরাং টিম বাছাই এর পূর্ণ স্বাধীনতা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ন্যস্ত।
** প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আয়োজক সংস্থার এক্সপার্টদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
** প্রতিযোগিতার শুরু এবং শেষ-
** ম্যাপ কাজে লাগিয়ে প্রত্যেক টিমকে ৫ টি প্রশ্ন (গাণিতিক, জীববিজ্ঞান, আইকিউ, কেমিস্ট্রি, ফিজিক্স রিলেটেড) সমাধান করে ধীরে ধীরে ট্রেজারের দিকে আগাতে হবে। প্রত্যেক প্রশ্নের উত্তর আমাদের ভলান্টিয়ার রা কালেক্ট করবে। কোনো প্রশ্ন সলভ ছাড়াই নেক্সট স্টেপে যাওয়া যাবে না। যদি সব টিমই কোনো একটা পয়েন্টে এসে আটকে যায় সেক্ষেত্রে তারা একমাত্র লাইফলাইন হিসেবে তাদের নিজ স্কুল কিংবা কলেজের একজন শিক্ষকের সহযোগিতা নিতে পারবেন সেই ধাপ অতিক্রমের জন্য।)
# প্রতিযোগিতার শুরুতে প্রত্যেক টিমকে একটি ম্যাপ প্রদান করা হবে যার অপর পাশে প্রথম প্রশ্ন এবং তার ক্লু দেয়া থাকবে।
#প্রথম প্রশ্ন এবং তার ক্লু কাজে লাগিয়ে দ্বিতীয় ধাপে যেতে হবে।
# একইভাবে ৩য় & ৪র্থ যাবে যেতে হবে।
#শেষ ধাপে যেহেতু সবাই ট্রেজার খুজে পাবে সেক্ষেত্রে একটি তুলনামূলক জটিল ম্যাথমেটিক্যাল প্রব্লেম সব করে সেই নাম্বার দিয়ে ট্রেজারের লক খুলতে হবে ( শেষ ধাপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সব টিমের জন্য সেইম থাকবে )।
# যেই স্কুল বা কলেজের টিম আগে ট্রেজারের লজ খুলে ট্রফি উচিয়ে ধরতে পারবে তারাই হবে প্রথমবারের মতো আয়োজিত Treasure Hunt প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।
রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত ফি : জনপ্রতি ১০০ টাকা।
রেজিষ্ট্রেশন সময়সীমা : ২৬ই সেপ্টেম্বর, ২০২৩ ইং অব্দি।
রেজিষ্ট্রেশনের জন্য স্ব স্ব স্কুলে যোগাযোগ করতে পারবেন অথবা নিম্নে প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন :
+880 1858622113
+880 1798627693
+880 1792970893
+880 1619350216
জ্ঞান, উপস্থিত বুদ্ধি এবং সৃজনশীল চিন্তাধারায় নিজের প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইলে শুরু করে দাও প্রস্তুতি এবং অংশগ্রহণ করো প্রথমবারের মতো আয়োজিত সবচেয়ে বড় Treasure Hunt প্রতিযোগিতায়
Tag:cuss