International Wombat Day
2️⃣2️⃣ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের’ বিখাত লেখক লুইস কেরলের সেই পোষা প্রানীটির কথা মনে আছে? তুলতুলে ভাল্লুকের মত ধূসর-বাদামী কোর্টের ২য় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ Marsupial প্রাণীটির নাম ওমব্যাট। আর এমন চমৎকার প্রানীটির অস্তিত্ব ও বিলুপ্ত হওয়া প্রতিরোধ করতে প্রতিবছরের ন্যায় আজ ২২ অক্টোবর পালিত হচ্ছে ‘International wombat day’ অথবা ‘World wombat day’.
অস্ট্রেলিয়ান নেটিভ হিসেবে পরিচিত Vombatidae পরিবারের প্রানীটি তাসমানিয়াসহ দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়া এর হিথল্যান্ড এলাকায় পাওয়া যায়। আর সেই 2005 সাল থেকেই Grand Wombat Council কর্তৃক স্বীকৃত দিবসটি অস্ট্রেলিয়ায় প্রতিবছর পালিত হয়ে আসছে।
বিদ্যমান তিন প্রজাতির ওমব্যাট দৈর্ঘ্যে প্রায় ১.৩ মি. ও এদের ভর প্রায় ৩৬ কিলো। নিশাচর এই তৃণভোজী প্রাণীটি খাদ্য হিসেবে ঘাস, বীজ, ভেষজ এবং বাকল গ্রহন করে।ইঁদুরের মতো দেখতে ওমব্যাটের অন্যতম একটা অভিযোজনগত বৈশিষ্ট্য হলো পশ্চাৎগামী থলে। এটিতে তাদের ছানারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাস করে।
এদের মিষ্টি স্বভাবের জন্য অনেকে প্রাণীটিকে পোষা প্রাণী হিসেবে পালন করে। প্রানীটির এছাড়াও রয়েছে আরও বেশকিছু চমৎকার বৈশিষ্ট্য। যেমন –
১) তরুনাস্থি দিয়ে গঠিত তাদের নিতম্ব দিয়ে তারা আত্মরক্ষার কাজ করে। এমনকি এর সাহায্যে তারা শিকারির খুলিও পিষে ফেলতে পারে।
২) কোয়ালাকে এদের নিকটতম আত্মীয় ধরা হয় যেহেতু উভয়েরই পশ্চাৎমূখী থলে রয়েছে।
৩) দৌড়ঝাপেও এরা কম নয়। উসাইন বোল্টের মতো (47 km/h) প্রায় 40 km/h বেগে দৌড়াতে পারে।
৪) তাদের দাঁতের গঠন এমন যে মনে হয় এদের দাঁতের কখনো বৃদ্ধি বন্ধ হয় না।
৫) একটা খাবারকে হজম করতে প্রায় ৪-৬ দিন সময় নেয় এরা।
৬) একটি ওমব্যাট প্রতি রাতে একশোটির মতো কিউবাকৃতির পায়খানা করতে পারে(খাদ্যনালীর নিম্নাংশ বা অন্ত্র স্থিতিস্থাপক হওয়াতে এমন অভিনব আকৃতি ধারণ করে) এবং কিউবের মতো হওয়ায় এগুলো গড়িয়ে যেতে পারে না এবং তাই এগুলো দিয়ে তারা নিজেদের সীমানা চিহ্নিত করে রাখে।
⚠️বাসস্থানে নেতিবাচক পরিবর্তন এবং খাদ্যের অপ্রাতুল্যতা প্রানীটির অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে। এছাড়াও mite কর্তৃক সংক্রান্ত চর্মরোগ বা কৃষক কর্তৃক হত্যাও প্রানীটির অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলেছে। এরই প্রেক্ষিতে NSW Biodiversity Conservation Act 2016 এর অধীনে প্রানীটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। Department of Planning and Environment থেকে লাইসেন্সপ্রাপ্ত না হলে এর হত্যা করা একটি দন্ডনীয় অপরাধ।
References:
1)https://www.bbc.com/bengali/news-46266249
2)https://bn.women-community.com/12615951-features-of-keeping-a-wombat-at-home
3)https://www.environment.nsw.gov.au/topics/animals-and-plants/native-animals/native-animal-facts/wombatsday
4)https://www.rainforest.com.au/wombat-facts/
Content Credit :
✏️Written by :
Mohammad Shariful Islam
General Member, CUSS
Team : Supernova
Department Of Zoology
Session : 2019-20
Poster Credit :
Retu Paul Kana
General Member,CUSS
Team : Phoenix
Department Of Fisheries
session : 2019-20