ORAL PRESENTATION

𝗢𝗿𝗮𝗹 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻
আমাদের চিটাগাং সায়েন্স কার্নিভালের নতুন সংযোজন ওরাল প্রেজেন্টেশন। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের আত্ম-প্রকাশ এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সবার সামনে কথা বলার ভয় দূর করতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।
নিয়মাবলিঃ
একজন প্রতিযোগিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে।
রেজিষ্ট্রেশনের সময় তাঁকে একটি ২৫০-৩০০ শব্দের এবস্ট্রাক্ট জমা দিতে হবে।
যাঁদের এবস্ট্রাক্ট নির্বাচিত হবে শুধুমাত্র তারাই রেজিষ্ট্রেশন ফি প্রদান করবেন এবং পরবর্তীতে আমাদের ইভেন্টে এসে তা উপস্থাপন করবেন।
একজন প্রতিযোগীকে সর্বোচ্চ ৮ মিনিটে তাঁর উপস্থাপনাটি শেষ করতে হবে।
উপস্থাপনা শেষে ২ মিনিট বিচারকদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে।
রেজিষ্ট্রেশন ফিঃ ১৫০০ টাকা (সর্বোচ্চ একজন সদস্য)
রেজিষ্ট্রেশন লিংকঃ https://form.jotform.com/221314206679454