ORAL PRESENTATION

oral presentation

⭐⭐𝗢𝗿𝗮𝗹 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻

🎩আমাদের চিটাগাং সায়েন্স কার্নিভালের নতুন সংযোজন ওরাল প্রেজেন্টেশন। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের আত্ম-প্রকাশ এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সবার সামনে কথা বলার ভয় দূর করতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।

 

📌নিয়মাবলিঃ
একজন প্রতিযোগিকে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে।
রেজিষ্ট্রেশনের সময় তাঁকে একটি ২৫০-৩০০ শব্দের এবস্ট্রাক্ট জমা দিতে হবে।
যাঁদের এবস্ট্রাক্ট নির্বাচিত হবে শুধুমাত্র তারাই রেজিষ্ট্রেশন ফি প্রদান করবেন এবং পরবর্তীতে আমাদের ইভেন্টে এসে তা উপস্থাপন করবেন।
একজন প্রতিযোগীকে সর্বোচ্চ ৮ মিনিটে তাঁর উপস্থাপনাটি শেষ করতে হবে।
উপস্থাপনা শেষে ২ মিনিট বিচারকদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে।


🔶রেজিষ্ট্রেশন ফিঃ ১৫০০ টাকা (সর্বোচ্চ একজন সদস্য)

🔶রেজিষ্ট্রেশন লিংকঃ https://form.jotform.com/221314206679454 

See less