Poster Presentation (For online Participants)
Poster Presentation (For online Participants)
Chittagong Science Carnival 3.0
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি বরাবরের মতোই এবার নিল ভিন্ন একটি উদ্যোগ। চিটাগং সায়েন্স কার্নিভাল ৩.০ তে চট্টগ্রামের পাশাপাশি চট্টগ্রামের বাইরে অবস্থানকারীদের জন্য রয়েছে অংশগ্রহণ করার একটি বিরাট সুযোগ!
চট্টগ্রামের বাইরে অবস্থানরত প্রতিভাবান ব্যক্তিবৃন্দ, যারা আগ্রহী হওয়া সত্ত্বেও দূরত্বের কারণে সশরীরে অংশগ্রহণ করতে পারেন না। তাদের জন্যেই বিশেষ সুযোগ অনলাইনে “পোস্টার প্রেজেন্টেশন” সেগমেন্টে অংশগ্রহণ করার।
অংশগ্রহণকারীরা তাদের পোস্টারের পিপিটি ফাইল এবং পোস্টার উপস্থাপনের ভিডিও ধারণ করে তার ড্রাইভ লিংক রেজিস্ট্রেশন ফর্মে সাবমিট করার মাধ্যমে এই সেগমেন্টে অংশ নিতে পারবেন।
শুধু চট্টগ্রামের বাইরে অবস্থানকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
চট্টগ্রামে যদি কেউ অনিবার্য কারণে কিংবা অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে না পারেন তাহলে এভাবে অংশগ্রহণ করতে পারেন।
অংশগ্রহণকারীরা পোস্টার প্রেজেন্টেশনে নিম্নোক্ত ক্যাটাগরিগুলোতে অংশ নিতে পারবেন :-
প্রকৌশল ও ভৌত বিজ্ঞান ( EEE, CSE, ME, Architecture, Civil Engineering, Chemical Engineering, Mathematics, physics, Chemistry, Statistics, Applied Chemistry ইত্যাদি )
জীবন ও পরিবেশ বিজ্ঞান (Biology, Medicine and Pharmaceuticals, Forestry, Geography, Soil Science, Marine science, Fisheries, Oceanography,Zoology, Botany, Genetic Engineering, Biotechnology, Molecular Biology, Environmental Science ইত্যাদি )
চিকিৎসা বিজ্ঞান (Medical and Veterinary Sciences)
নির্দেশনা:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিটি টিমে সর্বোচ্চ দুইজন অংশগ্রহণ করতে পারবেন।
পোস্টার পিপিটি ফর্ম্যাটে সাবমিট করতে হবে এবং পোস্টার উপস্থাপনের ভিডিও ধারণ করে তার ড্রাইভ লিংক রেজিস্ট্রেশন ফর্মে সাবমিট করতে হবে।
পোস্টারে সামঞ্জস্যপূর্ণ একটি টাইটেল উল্লেখ করতে হবে।
পোস্টারে সিইউএসএস এবং চট্টগ্রাম সায়েন্স কার্নিভালের লোগো থাকতে হবে। ইনস্টিটিউট কিংবা ডিপার্টমেন্টের নাম পোস্টারে উল্লেখ করা যাবে না।
আমাদের পোস্টার প্রেজেন্টেশনের গুগল ফর্মে ড্রাইভ লিংক জমা দেওয়ার অপশন আছে।
ড্রাইভ লিংকটির এক্সেস অবশ্যই “Anyone with the link” করে তারপর পাঠাতে হবে।
কার্নিভালের এক সপ্তাহ পূর্বে জমা দিতে হবে। পরে জমা দিলে গ্রহণযোগ্য হবে না।
ভিডিও ধারণের সময়:-
প্রেজেন্টেশন – ৩ মিনিট
পোস্টার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা – ১ মিনিট
রেজিস্ট্রেশন ফি:-
শিক্ষার্থীঃ ক্যাশ- ১০০০ টাকা (প্রতি টিম)
বিকাশ/নগদ- ১০২০ টাকা (প্রতি টিম)
শিক্ষাবিদঃ ক্যাশ- ১২০০ টাকা (প্রতি টিম)
বিকাশ/নগদ-১২২৫ টাকা (প্রতি টিম)
পোস্টার প্রেজেন্টেশনের রেজিস্ট্রেশন লিংক:-
https://docs.google.com/…/1FAIpQLSe7sDgvaz5…/viewform…
ইভেন্ট লিংক:
https://facebook.com/events/s/chittagong-science-carnival-30/792620898957386/
বিস্তারিত জানতে আমাদের মেইল করুন অথবা আমাদের ফেইসবুক পেইজে যোগাযোগ করুন।
মেইল অ্যাড্রেস : ctgscicarnival@gmail.com
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/cusscu.bd?mibextid=ZbWKwL
এছাড়াও চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
ওয়েবসাইট লিংক: cussbd.org
#chittagong_science_carnival_3
Tag:cuss