POSTER PRESENTATION

পোস্টার প্রেজেন্টেশনঃ
পোস্টারে মোট ক্যাটাগরি হবে দুটোঃ
প্রকৌশল ও ভৌত বিজ্ঞান (EEE, CSE, ME, স্থাপত্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, পরিসংখ্যান ইত্যাদি)
জীব বিজ্ঞান এবং পরিবেশ (প্রাণরসায়ন ,অনুজীববিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মেডিসিন এবং ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি এবং প্রাণী বিজ্ঞান, বনবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, মৎস্যবিদ্যা, সমুদ্রবিদ্যা)
উভয় ক্যাটাগরিতে আইডিয়া বা রিসার্চ বেজড পোস্টার প্রেজেন্ট করা যাবে। প্রেজেন্টের পাশাপাশি বিচারকদের সামনে ঐ পোস্টার সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা করতে হবে। ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সাইন্সের পোস্টারগুলোকে আলাদা আলাদাভাবে বিচারকগণ বিচার করবেন। বিচারকদের রায়ে ১ম তিনটি পোস্টার পুরস্কারের জন্য মনোনিত হবে।
পোস্টার প্রেজেন্টেশনের নির্দেশিকা:
১/ পোস্টার পিভিসি ডিজিটাল প্রিন্ট হবে। সাইজ হবে ৩৬” × ৪৮” (width x length) Portrait এ।
২/ পোস্টার এর উপরে 2nd Chittagong Science Carnival, Poster Title, presenters name থাকবে। কোন প্রতিষ্ঠান তথা ডিপার্টমেন্ট এর নাম ও উল্লেখ করা যাবে না।
৩/ পোস্টারে অবশ্যই সিইউএসএস এর লোগো থাকতে হবে, রেজিস্ট্রেশন ফি প্রদান পরবর্তী কনফার্মেশন ইমেইল এ অংশগ্রহনকারী গ্রুপকে লোগো পাঠিয়ে দেয়া হবে।
৪/ বিচারকদের সামনে পোস্টার সম্পর্কে প্রত্যেক গ্রুপ থেকে ৩ মিনিট প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাবে। তারপর ২ মিনিট প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
৫/ পোস্টার এর সর্বোচ্চ ৩ জন পার্টিসিপেন্ট নিয়ে একটি গ্রুপ গঠিত হবে। যদি কোন গ্রুপে ১/২ জন নিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হবে। নতুন কোন মেম্বার গ্রুপ এ অন্তর্ভুক্ত করা যাবে না। শুধু মাত্র রেজিস্ট্রেশনকারীরাই প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবে।
৬/ অংশগ্রহনকারী প্রতিটি গ্রুপে ৩ জন অথবা তদপেক্ষা কম সদস্য থাকলেও রেজিস্ট্রেশন ফি বাবদ ১৫০০/- টাকা এবং প্রফেশনাল ২০০০/- টাকা প্রদান করতে হবে।