PROJECT PRESENTATION

⭐⭐ সায়েন্টিফিক প্রোজেক্ট প্রেজেন্টেশনের নিয়মাবলী ⭐⭐

⭕ এই ইভেন্টে একদল প্রতিযোগী তাদের কোন রিসার্চের কাজ বা আইডিয়া এর কোনো মডেল তৈরি করে আনবেন। এ মডেল সম্পর্কে বিচারকদের সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা করতে হবে। বিচারকদের রায়ে ১ম তিনটি প্রোজেক্ট পুরস্কারের জন্য মনোনিত হবে।

১। প্রজেক্ট সম্পর্কে বিচারকদের সামনে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ব্যাখ্যা করতে হবে।

২। কোনোভাবে যদি প্রজেক্ট প্লেজারাইজড (plagiarized) বা কপিড হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে।

৩। আমাদের অনুষ্ঠানের স্পট থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে, তবে প্রতিটি গ্রুপকেই তাদের নিজ মাল্টিপ্লাগ নিয়ে আসতে হবে।

৪। এ সেগমেন্টে সর্বোচ্চ ৪ জন পার্টিসিপেন্ট নিয়ে একটি গ্রুপ গঠিত হবে। যদি কোন গ্রুপে ১/২ জন নিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হবে। নতুন কোন মেম্বার গ্রুপ এ অন্তর্ভুক্ত করা যাবে না। শুধু মাত্র রেজিস্ট্রেশনকারীরাই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।

৫। অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপে ৪ জন অথবা তদপেক্ষা কম সদস্য থাকলেও রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮০০/- টাকা এবং প্রফেশনালদের ২৫০০/- টাকা প্রদান করতে হবে।

★Project Participant:
Reg fee: 1800 BDT per team (Maximum 4 members)
Professionals: 2500 BDT per team (Maximum 4 members)