৩। আমাদের অনুষ্ঠানের স্পট থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে, তবে প্রতিটি গ্রুপকেই তাদের নিজ মাল্টিপ্লাগ নিয়ে আসতে হবে।
৪। এ সেগমেন্টে সর্বোচ্চ ৪ জন পার্টিসিপেন্ট নিয়ে একটি গ্রুপ গঠিত হবে। যদি কোন গ্রুপে ১/২ জন নিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হবে। নতুন কোন মেম্বার গ্রুপ এ অন্তর্ভুক্ত করা যাবে না। শুধু মাত্র রেজিস্ট্রেশনকারীরাই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।
৫। অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপে ৪ জন অথবা তদপেক্ষা কম সদস্য থাকলেও রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮০০/- টাকা এবং প্রফেশনালদের ২৫০০/- টাকা প্রদান করতে হবে।
★Project Participant:
Reg fee: 1800 BDT per team (Maximum 4 members)
Professionals: 2500 BDT per team (Maximum 4 members)