An Evening With Science: Nobel Prize 2020
Seminar
নোবেল পুরস্কার
১৯০১ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালেও গবেষণা, উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকান্ডের জন্য বিভিন্ন ব্যাক্তি এবং সংস্থাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কিন্তু আমরা কি জানি কে কোন বিষয়ে অবদানের জন্য এ অতিসম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছে
হ্যাঁ,সেটা জানানোর জন্যই "চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি " আগামি ১৯ই অক্টোবর রাত ৮.৩০ এ আয়োজন করতে যাচ্ছে "An Evening With Science: Nobel Prize 2020" শীর্ষক অনলাইন সেমিনার।
বিষয়াবলী
CRISPR-cas9
Hepatitis-C Virus
Blackhole
সেমিনারে আলোচনা করবেন -
১/ ড. মোহাম্মাদ আল-ফোরকান
অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২/ ড. সুযত পাল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মেডিসিন বিভাগ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।
৩/ ড. অঞ্জন কুমার চৌধুরী
অধ্যাপক ও পরিচালক
ম্যাথমেটিকাল এন্ড ফিজিকাল সায়েন্স,
জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সেমিনার সঞ্চালনায় থাকবেন-
ড. লায়লা খালেদা
সহযোগী অধ্যাপক
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।