Applied Data Analysis With R
𝐑 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 হলো আজকের ডেটা-চালিত বিশ্বে গবেষণা, ডেটা সায়েন্স ও মার্কেট অ্যানালাইসিসের জন্য সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় টুল। একাডেমিক গবেষণা, থিসিস থেকে শুরু করে প্রফেশনাল ডেটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং, 𝐑 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠-এর দক্ষতা এখন অপরিহার্য ("𝐦𝐮𝐬𝐭-𝐡𝐚𝐯𝐞 𝐬𝐤𝐢𝐥𝐥")।
চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি, 𝐒𝐓𝐀𝐓𝐗-এর সাথে যৌথ উদ্যোগে এবার আয়োজন করছে ৫ দিনব্যাপী বিশেষ হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম:
"𝐀𝐩𝐩𝐥𝐢𝐞𝐝 𝐃𝐚𝐭𝐚 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐑: 𝐀 𝐇𝐚𝐧𝐝𝐬-𝐎𝐧 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦."।
এই কোর্সে আপনি শিখবেন:
ডেটা ম্যানিপুলেশন, ডেটা ক্লিনিং ও ট্রান্সফরমেশন।
প্রফেশনাল ডেটা ভিজ্যুয়ালাইজেশন (𝐠𝐠𝐩𝐥𝐨𝐭𝟐, 𝐡𝐞𝐚𝐭𝐦𝐚𝐩, 𝐬𝐜𝐚𝐭𝐭𝐞𝐫, 𝐛𝐚𝐫 𝐞𝐭𝐜)।
𝐂𝐨𝐫𝐫𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 ও 𝐑𝐞𝐠𝐫𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬, 𝐃𝐞𝐬𝐜𝐫𝐢𝐩𝐭𝐢𝐯𝐞 𝐬𝐭𝐚𝐭𝐢𝐬𝐭𝐢𝐜𝐬।
𝐇𝐲𝐩𝐨𝐭𝐡𝐞𝐬𝐢𝐬 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 এবং সকল প্রকার 𝐒𝐭𝐚𝐭𝐢𝐬𝐭𝐢𝐜𝐚𝐥 𝐓𝐞𝐬𝐭 (𝐏𝐚𝐫𝐚𝐦𝐞𝐭𝐫𝐢𝐜 & 𝐍𝐨𝐧-𝐏𝐚𝐫𝐚𝐦𝐞𝐭𝐫𝐢𝐜)।
এছাড়াও রয়েছে সেশন রেকর্ডিং + প্রয়োজনীয় সব 𝐒𝐜𝐫𝐢𝐩𝐭 & 𝐃𝐚𝐭𝐚𝐬𝐞𝐭 এবং সার্টিফিকেট।
৫ দিনের এই ইনটেনসিভ কোর্সে একদম শুরু থেকে 𝐄𝐧𝐝-𝐭𝐨-𝐞𝐧𝐝 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐒𝐨𝐥𝐯𝐞-এর মাধ্যমে 𝐑 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠-এ ডেটা অ্যানালাইসিস শিখুন।
কারা করবেন:
রিসার্চার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (থিসিস), ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্সে আগ্রহী সবাই।
কোর্সের সময়সীমা:
১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং থেকে ২১শে ডিসেম্বর, ২০২৫ ইং পর্যন্ত (৫ দিন)।
সময়: রাত ৮.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত।
মাধ্যম: 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐦𝐞𝐞𝐭।
নিজেকে একজন স্মার্ট ডেটা অ্যানালিস্ট হিসেবে তৈরি করতে আজই রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন ফি: জনপ্রতি মাত্র ২৫০ টাকা।
রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা: ১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং; রাত ১১.৫৯ ঘটিকা।
𝐏𝐚𝐲𝐦𝐞𝐧𝐭 (𝐒𝐞𝐧𝐝 𝐌𝐨𝐧𝐞𝐲):
বিকাশ: 01992434456
রকেট: 019924344564
নগদ: 01518786475