Basic Guidelines to Publish a Scientific Research Paper
স্কুলে যখন জীবনের লক্ষ্য জানতে চাওয়া হলে ডাক্তার ইঞ্জিনিয়ার এর পাশাপাশি কিছু জ্ঞানপিপাসুরা চায় একজন বিজ্ঞানী বা গবেষক হতে। কিন্তু সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনার অভাবে হাজারও স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এজন্য গবেষণা ক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
রিসার্চ ক্যারিয়ারে প্রবল আগ্রহ থাকার সত্ত্বেও অনেকে বুঝে উঠতে পারে না শুরুটা কিভাবে করতে হয়। নিজের ভাবনা কে কীভাবে পরিপূর্ণ রুপ দেয়া যায়? লেখার গঠন কেমন হবে? রেফারেন্স কীভাবে দিবো? কোন জার্নাল সিলেক্ট করবো? কীভানে সাবমিট করবো? এমন হাজারো প্রশ্ন চলে আসে আমাদের মনে।
তাই রিসার্চের বেসিক বিষয় নিয়ে সঠিক ও পুর্ণ দিক নির্দেশনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি এবং রিসার্চ সোসাইটির যৌথ প্রযোজনায় আয়োজিত হচ্ছে-“ Basic Guidelines to Publish a Scientific Research Paper” তথ্যবহুল সেশনটি নিবেনঃ
Md. Jalal Uddin
Founder and Director of Research Society
PhD candidate - Atmospheric Physics and Atmospheric Environment (NUIST)
সময়ঃ ২৭ শে জুলাই, ২০২০,
বাংলাদেশ সময়ঃ রাত ৮টা
বেইজিং সময়ঃ রাত ১০টা
[কোনো রেজিষ্ট্রেশন ফি নেই] ***