Earth Day 2018 Celebration by CUSS
আমাদের সাধারণ মানুষের আবাসভূমি পৃথিবী। পৃথিবী সৃষ্টির পর থেকে কালে কালে এর বিভিন্ন রঙ রূপ দেখেছে পৃথিবীবাসি। কখনও সে হয়েছে জীবের জীবণ ধারণের উপযুক্ত কখনও বা হয়েছে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের সাক্ষী। প্রতিনিয়ত পৃথিবী এগিয়ে চলেছে মানুষের সাফল্যমন্ডিত সব আবিষ্কারে। জন্ম দিয়েছে স্যার আইজ্যাক নিউটন, আইনস্টাইন, স্টিফেন হকিং, ডঃ জামাল নজরুল ইসলাম এর মত খ্যাতিমান বরেণ্য ব্যক্তিবর্গের। আজ মানুষের অসচেতনতার ফলে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পৃথিবীর পরিবেশ। পৃথিবী হারাচ্ছে তার জৌলুশ। আর এই হারানো জৌলুশ ফিরিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭০ সালের ২২ শে এপ্রিল থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব 'ধরিত্রী দিবস' হিসেবে পালন করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়ে থাকে 'ধরিত্রী দিবস'। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Chittagong University Scientific Society (CUSS) আয়োজন করতে চলেছে বিশ্ব 'ধরিত্রী দিবস'।
'ধরিত্রী দিবস' বা 'Earth Day' পালনের উদ্দেশ্যে আমাদের আয়োজনে যা যা থাকছেঃ-
১। প্লাস্টিকজাত বর্জ্য পরিস্কার ক্যাম্পেইন 'Clean Campus, Green Campus'.
২। পৃথিবীর সৃষ্টি তত্ত্ব ও তৎকালীন পরিবেশ, জীবণের উৎপত্তি, মহাদেশীয় সঞ্চারণ, বর্তমান বৈশ্বিক প্রকৃতি এবং পৃথিবীর চূড়ান্ত পরিণতি বিষয়ের উপর বিশেষ আলোচনা।
৩। Idea Poster Presentation Contest.
আমাদের আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহীরা যোগাযোগ করুন আপনার বিভাগের CUSS এর দায়িত্বপ্রাপ্ত সদস্যের সাথে।
১)'Clean Campus, Green Campus' ক্যাম্পেইন এর বিস্তারিতঃ-
ভলান্টিয়ার হিসেবে এই ক্যাম্পেইনে যে কেউ অংশ নিতে পারবেন তবে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। অংশগ্রহণকারী যেসব জিনিস পাবেনঃ
ক) টি-শার্ট
খ) মাস্ক
গ)গ্লাভস
ঘ) অংশগ্রহণ সার্টিফিকেট
ঙ) স্ন্যাকস
ভলান্টিয়ার ফি -- ১০০ টাকা মাত্র।
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন নিজ নিজ বিভাগের CUSS এর প্রতিনিধিদের সাথে।
অথবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে পূরণ করে ফেলুন নিচের ফর্মটিঃ-
https://docs.google.com/.../1FAIpQLSdEZAR73Yc.../viewform...
২) যারা শুধু সেমিনার এ উপস্থিত থাকতে চান তাদের জন্য থাকছে :
ক) সার্টিফিকেট
খ) টি-শার্ট
গ) স্ন্যাকস
ঘ) সেমিনার এটেন্ড করার সুযোগ তো থাকছেই।
রেজিস্টেশন ফি : ২০০ টাকা
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন নিজ নিজ বিভাগের CUSS এর প্রতিনিধিদের সাথে।অথবা পূরণ করে ফেলুন নিচের ফর্মটিঃ-
https://goo.gl/forms/T8TVzCC3ckx4gHe93
৩)'Idea or scientific Poster Presentation Contest' এর বিস্তারিতঃ-
আইডিয়া পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগীতাটিতে যে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে চবি ব্যাতীত অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য বলা হলো। ফিরতি মেইল এ অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পৃথিবীর পরিবেশের সহায়ক এবং মানবকল্যাণে ব্যাবহার করা যাবে এরকম সকল আইডিয়া গ্রহণ করা হবে। আইডিয়া পোস্টারগুলো প্রদর্শনীর উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ী, ১ম রানার আপ ও দ্বিতীয় রানার আপ আইডিয়া নির্ধারণ করা হবে।
আইডিয়া পোস্টার প্রেজেন্ট এর নিয়মাবলিঃ-
ক) পোস্টার এর সাইজ 36X48 ইঞ্চি পোট্রেট
খ) একটি পোস্টার এর গ্রুপে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবে
গ) পোস্টারে Introduction, Historical background, Proposed methodology, Conclusion অংশ অবশ্যই থাকতে হবে। এর বাইরেও কোন কিছু যুক্ত করতে চাইলে করা যাবে।
ঘ) একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরীতে বা একই ক্যাটাগরীতে একাধিক পোস্টার প্রেজেন্ট করতে পারবে।
সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন এর নিয়মাবলি ঃ
ক) পোস্টার এর সাইজ 36X48 ইঞ্চি পোট্রেট
খ) একটি পোস্টার এর গ্রুপে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবে
গ) প্রয়োজনীয় তথ্য উপস্থাপিত হতে হবে।
ঘ) একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরীতে বা একই ক্যাটাগরীতে একাধিক পোস্টার প্রেজেন্ট করতে পারবে।
পুরস্কারঃ-
দুই ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ সহ মোট ছয়টি পুরস্কার প্রদানের পাশাপাশি, সার্টিফিকেট প্রদান করা হবে।
অংশগ্রহণ করলেই থাকছেঃ-
ক) সার্টিফিকেট
খ) টি-শার্ট
গ) স্ন্যাকস
ঘ) ফ্রি সেমিনার এটেন্ড করার সুযোগ
আইডিয়া পোস্টার রেজিস্ট্রেশন ফিঃ- ১০০০ টাকা মাত্র।
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন নিজ নিজ বিভাগের CUSS এর প্রতিনিধিদের সাথে।
অথবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে পূরণ করে ফেলুন নিচের ফর্মটিঃ-
https://docs.google.com/.../1FAIpQLSeWFtYKp8B.../viewform...
আবেদনের শেষ সময়ঃ ২০/০৪/২০১৮
ভেন্যুঃ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
রিপ্রেজেন্টেটিভ লিস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ-
Geography and Environmental studies:
1.Ashfak Mahmud 2014-15 01835529302
2. Shahen Alam 2016-17 01917749973
Department of Genetic Engineering & Bio-technology :
1.Miftah Musfique Tamim 2014-2015
01849485418
Department of Microbiology
1.Md. Habibur Rahman 2014-15 01912354038
Department of Pharmacy
1.Ashraful Alam Rana 2014-15 01754088163
2.Maksuda Rahman 2014-15
Biochemistry and Molecular Biology
1.Md. Din Islam 2015-16 01515614517
2.Neshat Tabassum Fariha 2015-16
Department of Chemistry
1.Ismam Ibnul Arabi 2014-15 01626346668
2. Md. Anik Mehedi 2014-2015 01677432304
Department of Zoology
1) Jahir Ryhan 2017-2018 01747063102
Department of Environmental Sciences (IFESCU)
1.Minhazur Rahman Shihab 2017-18 01521527569
2.Sabrina Shahzabin Alam 2016-17
3.Jawad Hossain 2017-18 01862327924
Department of Forestry
1. Shakhera Akhter Shimu 2013-14
2. Israt Jahan Shonom 2017-18
Department of Physical Education and Sports Science
1.Nusrat Jahan Trina 2016-17
2.Md. Akhter Kamal 2016-17 01826309804
Department of Marine Science
1.Md. Rashedul Islam 2013-14 01824562307
Department of Soil Science
1. Israt Jahan 2015-16
বাকি ডিপার্টমেন্ট এর লিস্ট আসছে***
University of Science & Technology Chittagong (USTC)
Representative:-
Department of Biochemistry & Biotechnology
1. Mohammad Emran 4th semester 01829697859