Environmental Hackathon (Environmental Week 2025)

Environmental Hackathon (Environmental Week 2025)

🌿𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐇𝐚𝐜𝐤𝐚𝐭𝐡𝐨𝐧: ইভেন্টটির প্রথম সেগমেন্টটিতে থাকছে, "𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐇𝐚𝐜𝐤𝐚𝐭𝐡𝐨𝐧"।

⁉হ্যাকাথন নামটি শুনলেই হয়তো মনে হয় এটা বুঝি কেবল কম্পিউটার সায়েন্স বা আইটি শিক্ষার্থীদের জন্য? এর জবাব হলো, না!

🌟যদিও সাধারণত হ্যাকাথন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামিং-এর মাধ্যমে একটি সমস্যার সমাধান বের করার চেষ্টা করে। কিন্তু সকল শিক্ষার্থীদের উৎসাহের কথা চিন্তা করে আমরা প্রতিবারই একটু ভিন্নধর্মী হ্যাকাথনের আয়োজন করি, যেন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই সেগমেন্টের অংশ হতে পারে। আমাদের হ্যাকাথন সেগমেন্টে সাধারণত কোনো থিম নির্ভর বিশেষ সমস্যাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু নির্দিষ্ট মানদণ্ড বজায় রেখে একটি যৌক্তিক সমাধানের মাধ্যমে উপস্থাপন করতে হয়।
🟢কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট-এর শিক্ষার্থীদের জন্য (সর্বোচ্চ ২ জন অংশগ্রহণকারী)

🔹হ্যাকাথনে অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে লাঞ্চ, স্ন্যাকস এবং কিটসের ব্যবস্থা।