সুন্দরবনকে বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব
#সুন্দরবন_বিশ্বের_বৃহত্তম_নিরবচ্ছিন্ন_জোয়ার_ভাটার_ম্যানগ্রোভ_বনভূমি। এর আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার যেখানে সমগ্র সুন্দরবনের প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত, যার মধ্যে প্রায় ৬৯% ভূমি এবং ৩১% জলমগ্ন এলাকা। বন্যপ্রাণীর বৈচিত্র্যের জন্য এটি একটি অনন্য বন এবং এটি প্রায়শই উজানের জলপ্রবাহ, লবণাক্ত সামুদ্রিক স্রোতধারা এবং কর্দমাক্ত চর দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত। সুন্দরী এই ম্যানগ্রোভের প্রধান উদ্ভিদ এবং অনেকে মনে করেন যে ‘সুন্দরবন’ নামটি তাই আক্ষরিক অর্থেই এসেছে। ১০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের সু বিস্তৃত এ বনভূমির সিংহভাগ বাংলাদেশ অঞ্চল জুড়ে হওয়ায় এ জনপদে সুন্দরবনের গুরুত্ব ও ভূমিকা অতুলনীয়।











Minhazur Rahman Shihab
President
Chittagong University Scientific Society
Poster credit :
Abdul Muhaimen Jamil Washi
General Secretary
Chittagong University Scientific Society
Tag:#SAVE_SUNDARBAN