Scholarships: Brighten up the Future
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার Scholarships: Brighten up the Future এ আমাদের নতুন সংযোজন জাপানের বিখ্যাত স্কলারশিপ মেক্সিট এর খুঁটিনাটি নিয়ে MEXT Scholarship: Do’s and Don’ts.
জাপান সরকার প্রদত্ত জনপ্রিয় এই স্কলারশিপ নিয়ে আগামী ৭ জানুয়ারি বিস্তারিত আলোচনা করবেন দ্বীন ইসলাম ভাইয়া।
তিনি বর্তমানে জাপান সরকারের মেক্সিট স্কলারশিপের আওতায় পিএইচডি গবেষক হিসেবে Tokyo University of Agriculture and Technology, Japan তে Biomolecular and Structural Informatics বিষয়ে অধ্যয়নরত আছেন।
উল্লেখ্য, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটিতে অর্থবিষয়ক কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আশা করছি, প্রতিভাবান গবেষকের উপস্থিতি আমাদের সেমিনারটিকে করবে আকর্ষণীয় ও শিক্ষামূলক।