পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে। এদের প্রায় পাঁচ ভাগ হলো পরিযায়ী পাখি। ইংরেজিতে এদের বলে, মাইগ্রেটরি বার্ডস। শীতপ্রধান দেশের এসব পাখিরা শীতেকালে নিজ বাসভূমি ছেড়ে উড়ে চলে যায় হাজার হাজার কিলোমিটার দূরে নাতিশীতোষ্ণ কোন অঞ্চলে। সেখানে শীতকালটা তারা …