পাইরোক্লাস্টিক ক্লাউড (পাইরোক্লাস্টিক প্রবাহ) একটি আগ্নেয়গিরির প্রবাহ যা দ্রুত গতিতে চলমান অত্যন্ত গরম গ্যাস। এটি আগ্নেয়গিরি থেকে প্রায় ১০০ কিমি/ঘন্টা (৬২ মাইল)দূরে চলে যায়। তবে এর গতি ৭০০ কিমি/ঘন্টা (৪৩০ মাইল)পর্যন্ত হতে পারে এবং প্রায় ১০০০°সেলসিয়াস (১৮৩০°ফারেনহাইট) তাপমাত্রায় পৌঁছাতে সক্ষম। …