Wildlife Photography Contest
#International_wildlife_day
#wildlife_photography_contest
#wildlife_poster_contest .
???? Wildlife Photography
শখের বসে ফটোগ্রাফি আমাদের নিত্যদিনের অংশ! কেউবা আবার সেই শখকেই বানিয়েছেন নিজের পেশা।
নিজের তোলা অনবদ্য সেই ছবি দিয়ে কেউ কেউ আবার বানিয়ে ফেলেন পোস্টারও!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এবারের আয়োজন সেসকল প্রকৃতিপ্রেমী প্রতিভাবানদের নিয়েই। International Wildlife Day উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি আয়োজন করতে চলেছে ২ টি সেগমেন্ট। সেগমেন্ট ২ টি হলো :
✅Wildlife Photography Contest.
✅Poster Design with Slogan Contest.
????Wildlife Photography Contest????
নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আপনার ধারনকৃত যে কোনো সেরা Wildlife photograph গুগলফর্মে প্রদান করে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ফটোগ্রাফিতে শুধুমাত্র হালকা এডিট গ্রহণযোগ্য
⏱️ফটোগ্রাফ প্রদানের সময়সীমা আগামী ১লা মার্চ,২০২৩ ইং পর্যন্ত।
বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।
????Poster Design with slogan :
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে wildlife এর উপরে সুপরিকল্পিত একটি পোস্টার ডিজাইন করতে হবে এবং উক্ত পোস্টারে উপযোগী একটি স্লোগান সংযুক্ত করতে হবে। গুগল ফর্মে স্লোগান সহ পোস্টার প্রদানের মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
⏱️পোস্টার দেওয়ার শেষ সময় ১ মার্চ,২০২৩ ইং পর্যন্ত।
আপনিও কি চান আপনার অসাধারণ ফটোগ্রাফির প্রতিভাকে সকলের কাছে তুলে ধরতে? তবে আমাদের আয়োজিত সেগমেন্ট গুলো আপনার জন্যই এবং অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। তাহলে আর দেরি নয়, আজই অংশ নিন ও দ্রুত পাঠিয়ে দিন আপনার পছন্দের বিষয়।
#cuss
#cu
????গুগল ফর্ম লিংক:
https://forms.gle/Mdq3nmKqhqYXEQiB8