World Pneumonia Day
???? ‘Pneumonia’ শব্দটাই মজাদার। এই যে একটু খেয়াল করলেই দেখবেন vowel এর ৫টি letter ই কিন্তু ‘Pneumonia’ শব্দটিতেই রয়েছে। ইন্টারেস্টিং তাই না? নাম মজাদার হলেও Pneumonia রোগটি কিন্তু প্রাণঘাতী।
1️⃣2️⃣ প্রতিবছর ১২ ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়। প্রাণঘাতী এ রোগ নিয়ে সচেতনতা বাড়াতে ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
⭕নিউমোনিয়ার কারনঃ নিউমোনিয়ার ইতিহাস বহু শতাব্দী আগের এবং এর উৎপত্তি জীবনযাত্রার পরিবর্তন,পরিবেশ দূষণ এবং ওষুধ প্রতিরোধী প্যাথোজেনের উত্থানসহ বিভিন্ন কারনের জন্য চিহ্নিত করা যেতে পারে।
???? নিউমোনিয়া বিভিন্ন অনুজীবের কারনে হতে পারে। যার সবচেয়ে সাধারন অপরাধী হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া,হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার মতো ব্যাকটেরিয়া এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ( RSV) এর মতো ভাইরাস। উপরন্তু ছত্রাকের নিউমোনিয়া যেমন নিউমোসিস্টিস জিরোভেসি, ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিদের প্রভাবিত করতে পারে।
???? বিশ্বে প্রতি ২০ সেকেন্ডে ১ জন শিশু রোগটিতে আক্রান্ত হয়ে মারা যায়। এক বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ২০ লাখ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫০ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।শিশু,প্রাপ্তবয়স্ক,বৃদ্ধ সবাই এই রোগে আক্রান্ত হতে পারে।তবে শিশুরা তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হয়।
এই রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষা, বুকের এক্সরে, সিটিস্ক্যান ইত্যাদি পরীক্ষা করে জানা যায়। কিন্তু নিউমোনিয়া প্রতিরোধ যোগ্য একটি রোগ। তাই এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়া দরকার।
⭕নিউমোনিয়া প্রতিরোধঃ নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য বহুমুখী পদ্ধতির মধ্যে রয়েছে টিকাদান,ভালো স্বাস্থ্যবিধি অনুশীলনের প্রচার,শিশুদের পুষ্টি নিশ্চিত করতে জনগনের মধ্যে ব্যপক সচেতনতা সৃষ্টি। শিশু মৃত্যু হার কমিয়ে আনতে সঠিক কর্মসূচিই হবে নিউমোনিয়া প্রতিরোধ ব্যবস্থার উপযুক্ত হাতিয়ার।
♦সর্বপরি,বিশ্ব নিউমোনিয়া দিবস নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত হওয়ার জন্য ব্যক্তি, সরকার,সংস্থাগুলির জন্য পদক্ষেপের আহবান হিসেবে কাজ করে।সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচার এবং গবেষণা উদ্যোগকে সমর্থন করে আমরা নিউমোনিয়ার বোঝা কমাতে এবং বিশ্বব্যাপী অগণিত জীবন বাঁচাতে একসাথে কাজ করতে পারি.
???? References :
1.https://www.who.int/news-room/q-a-detail/pneumonia
2.https://www.lung.org/lung-health-diseases/lung-disease-lookup/pneumonia/learn-about-pneumonia
3.https://data.unicef.org/resources/pneumonia-and-diarrhea-tackling-the-deadliest-diseases-for-the-worlds-poorest-children/
https://www.cdc.gov/pneumonia/preventing-pneumonia.html
???? Content Credit :
✏️ Written By:
Asma Akter
General Member, CUSS
Team : Ancient Heros
Department Of Statistics
Session: 2020-21
????️ Poster Credit :
Ridwan Siddique
General Member, CUSS
Team : Supernova
Institute Of Marine Sciences
Session : 2019-20