World Whale Day



এছাড়াও বিভিন্ন প্রজাতির তিমির মধ্যে উল্লেখযোগ্য হল : ব্লু হোয়েল, ফিন হোয়েল, নার হোয়েল, স্পার্ম হোয়েল, হাম্পব্যাক হোয়েল ইত্যাদি। জলজ এই প্রাণির ওজন হয় সর্বোচ্চ ১০০-২০০ টনের মত।


তাছাড়া তিমি বিলুপ্ত হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ সমুদ্রে অতিরিক্ত দূষণ। ২০১৬ সালের জানুয়ারির ২৯ তারিখের ঘটনা। সাত সকালে জার্মানির সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণে আসা মানুষের চোখে পড়ে অদ্ভুত এক ঘটনার। সমুদ্রের বালির উপর মরে পড়ে আছে একজোড়া স্পার্ম তিমি। ধারণা করা হয় এরা আত্মহত্যা করেছে। আত্মহত্যাপ্রবণ প্রাণীদের মধ্যে তিমিরা অন্যতম। পরে গবেষণা করে এদের শরীরে বিষাক্ত প্লাস্টিক এবং লোহা যন্ত্রপাতির উপস্থিতি পাওয়া যায়। ধারণা করা হয় বিষাক্ত প্লাস্টিক ও লোহালক্কড়ের জঞ্জাল থেকে ইনফেকশন ঘটে পাকস্থলীতে। ব্যাথায় কাতর হয়ে এই তিমি দুটো অবশেষে বেছে নেয় আত্মহত্যার পথ। এভাবে প্রতিবছরই এই প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে।





Jerina Binte Habib
Department Representative
Department of Biochemistry and Molecular Biology
Session : 2019-2020

Raisa Nuzhat
Assistant IT Secretary
Department of Computer Science and Engineering
Session : 2019-20
Tag:#বিশ্ব_তিমি_দিবস