WORMHOLE
#অজানা_বিজ্ঞান
❓আমরা কি দূরের কোনো স্টার সিস্টেম বা গ্যালাক্সিতে মুহূর্তের মধ্যেই চলে যেতে পারি, ঠিক স্টার ওয়ার্সের মতো? কিংবা মার্টি ম্যাকফ্লাই এবং ডক ব্রাউনের মতো টাইম ট্রাভেল করে অতীত এবং ভবিষ্যতে উঁকি দেওয়া কি আদৌ সম্ভব ?
মহাবিশ্বের বিশাল বিস্তৃতিতে একটি বিস্ময়কর বস্তু হলো ওয়ার্মহোল, যেটি বিজ্ঞানী এবং সায়েন্স ফিকশন অনুরাগী উভয়েরই মনোযোগকে সমানভাবে আকৃষ্ট করে রেখেছে। ওয়ার্মহোলগুলো হলো মূলত স্থান-কালের দূরবর্তী দুইটি অঞ্চলের মধ্যে একটি কাল্পনিক সংযোগ। এদের ধরা যেতে পারে মহাবিশ্বের বিশালতার মাঝে লুকিয়ে থাকা কতিপয় সুড়ঙ্গ; এদের যদি অতিক্রম করতে পারি, তাহলে হয়তো স্থান-কালের প্রচলিত সীমানা পেরিয়ে আমরা পৌঁছে যেতে পারি মহাবিশ্বের দূরবর্তী কোনো স্থানে, হয়তোবা অন্য কোনো একটি সময়ে। ফল বা সবজিতে “ওয়ার্ম” বা কৃমি দ্বারা তৈরি গর্তের সাথে এই তাত্ত্বিক সুড়ঙ্গের সাদৃশ্যের কারণেই এদের এরূপ নামকরণ করা হয়েছে।
ওয়ার্মহোল তত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার জটিল সমীকরণসমূহ, যেখানে তিনি মহাকর্ষকে একটি বল (force) হিসেবে নয় বরং স্থান-কালের মাঝে ভর এবং শক্তি দ্বারা সৃষ্ট একটি বক্রতা হিসেবে ধরে নিয়েছেন। ওয়ার্মহোলগুলোকে এই সমীকরণগুলোর সমাধান হিসেবে ধারণা করা হয়, যা আমাদের স্থান-কালের মাঝের ঐ সংযোজক সুড়ঙ্গগুলোর অস্তিত্বেরই ইঙ্গিত দেয়।
দুই ধরনের ওয়ার্মহোলের অস্তিত্ব আছে বলে ধারণা করা হয় –
১. ট্রাভার্সেবল ওয়ার্মহোল :
আমাদের প্রিয় সায়েন্স ফিকশন বইগুলোতে বা সিনেমায় সচরাচর যে ওয়ার্মহোলগুলো আমরা দেখতে পাই, সেগুলোই হলো ট্রাভার্সেবল ওয়ার্মহোল। তাত্ত্বিকভাবে, এরা একটি সুড়ঙ্গের মতো কাঠামো তৈরি করে স্থান-কালের দূরবর্তী দুইটি অঞ্চলকে সংযুক্ত করতে পারে। যদি এদের অস্তিত্ব আসলেই থেকে থাকে, তাহলে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের অনুমানমূলক একটি পথ হতে পারে এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই।
২. নন-ট্রাভার্সেবল ওয়ার্মহোল :
নন-ট্রাভার্সেবল ওয়ার্মহোলগুলো আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের জন্য কোনো পথ তৈরি করে না। তারা সাধারণ আপেক্ষিকতার সমীকরণের গাণিতিক সমাধান হিসেবে কাজ করে স্থান-কালের জটিলতা, মহাকর্ষীয় মিথস্ক্রিয়া এবং মহাবিশ্বের মৌলিক প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা দেয়। যথেষ্ট পরিমাণে স্থিতিশীলতা এবং আকারের অভাবে এরা মহাজাগতিক কোনো সুড়ঙ্গ তৈরি করতে পারে না।
আইনস্টাইন-রোজেন ব্রিজ –
সাধারণ আপেক্ষিকতার সমীকরণগুলো থেকে উদ্ভূত একটি ধারণা হলো আইনস্টাইন-রোজেন ব্রিজ, যেটি ১৯৩৫ সালে আলবার্ট আইনস্টাইন এবং নাথান রোজেন দ্বারা প্রস্তাবিত হয়। এটি মূলত একটি ট্রাভার্সেবল ওয়ার্মহোলের দৃশ্যায়ন। এই ব্রিজটি দেখতে একটি সুড়ঙ্গের মতো, যার দুইটি প্রান্ত দ্বারা মহাবিশ্বের ভিন্ন দুইটি দূরবর্তী অবস্থানকে বোঝায়। ধারণাটি হলো যে, এই দুই অবস্থানের মধ্যকার বিশাল দূরত্বকে অতিক্রম না করে কার্যকরভাবে কম সময়ে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়া সম্ভব। যদিও আইনস্টাইন-রোজেন ব্রিজ একটি আকর্ষণীয় তাত্ত্বিক নির্মাণ, বাস্তবে এর অস্তিত্ব এবং স্থিতিশীলতা এখনও অনুমানমূলক এবং চলমান বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়।
ওয়ার্মহোলের স্থিতিশীলতা –
ধারণা করা হয় যে, অবিরত মহাকর্ষীয় টানের প্রভাবে একটি ওয়ার্মহোল অতি সহজেই ধসে পড়তে পারে, যদি না সেই টানকে প্রতিহত করার জন্য আরেকটি শক্তি উপস্থিত থাকে। “এক্সটিক ম্যাটার” হলো অনুমানমূলক কিছু পদার্থ যাদের “নেগেটিভ এনার্জি ডেনসিটি” রয়েছে। এই নেগেটিভ এনার্জি ডেনসিটির মাধ্যমে এক্সটিক ম্যাটারসমূহ বিকর্ষণমূলক মহাকর্ষীয় প্রভাব তৈরি করে যেটি ওয়ার্মহোলটিকে স্থিতিশীল রাখে।
⏳ টাইম ট্রাভেল এবং ওয়ার্মহোলস –
ওয়ার্মহোলগুলোর সবচেয়ে চিত্তাকর্ষক দিকগুলোর মধ্যে একটি হলো টাইম ট্রাভেলের সাথে তাদের সম্ভাব্য সংযোগ। ট্রাভার্সেবল ওয়ার্মহোলগুলো তাত্ত্বিকভাবে “ক্লোজড টাইমলাইক কার্ভস” তৈরি করতে পারে। এখানে একটি বস্তু স্থান-কালের মাঝে এমন একটি পথ অনুসরণ করে যাতে শেষ পর্যন্ত এটি আবার তার স্থান এবং সময়ের স্থানাঙ্কের আদ্যস্থলেই ফিরে আসে। এই ধারণাটির কারণেই মূলত ওয়ার্মহোলের সাথে টাইম ট্রাভেলকে জুড়ে দেওয়া হয়। টাইম ট্রাভেলের সম্ভাব্যতা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে এবং “গ্র্যান্ডফাডার প্যারাডক্স”-এর মতো প্যারাডক্সগুলি এর সামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন তোলে।
✨মহাকাশ গবেষণার এই রহস্যময় এবং চিত্তাকর্ষক বিষয়টি এখনও অনুমানমূলক থাকলেও প্রযুক্তির অগ্রগতি এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোধগম্যতা গভীর হওয়ার সাথে সাথে হয়তো এই ওয়ার্মহোলগুলো একদিন বাস্তবে রূপ নেবে। হয়তো তখন সম্ভব হবে টাইম ট্রাভেল কিংবা দূরের কোনো গ্যালাক্সিতে আমাদের পাড়ি দেওয়া।
References :
1.https://www.astronomy.com/science/what-are-wormholes-an-astrophysicist-explains-these-shortcuts-through-space/
2.https://www.space.com/20881-wormholes.html
3.https://www.daviddarling.info/encyclopedia/E/exotic_matter.html#:~:text=Definitions,the%20energy%20density%20in%20magnitude.
4.https://www.thoughtco.com/closed-timelike-curve-2699127
???? Content Credit :
✏️ Written by :
Oli Chakma
Assistant Publication and Publicity Secretary, CUSS
Department of Genetic Engineering and Biotechnology
Session: 2019-20.
Poster Credit :
Rezanur Rahman Hridoy
Assistant Communication Secretary,CUSS
Institute of Marine Sciences
Session : 2019-20.