Super Trending Topic 27 Jul 2024 - 02:45 AM

কেনো হঠাৎ এত শীত অনুভূত হচ্ছে?

সম্প্রতি বাংলাদেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। মৃদু শীতল হাওয়ায় যেন হাড় কেঁপে উঠছে মানুষের। স্বল্প উপার্জনকারী মানুষের আহাজারির শেষ নেই। এই হাড় কাঁপানো শীত দৈনন্দিন মানবজীবনে বিপুল পরিমাণে প্রভাব ফেলছে। অতীতের তুলনায় তাপমাত্রা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেনো হঠাৎ এত শীত অনুভূত হচ্ছে? এর উত্তর হতে পারে : ১/ তাপমাত্রার পার্থক্য: কোন অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেখানে শীত অনুভূত হয় এবং পার্থক্য যদি ৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কমে যায় সেখানে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বর্তমানে উত্তরবঙ্গ সহ অনেক অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রি সেলসিয়াস এর কম। ঢাকাসহ নিকটবর্তী অঞ্চলের পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম। ২/ তাপমাত্রা: তাপমাত্রা কমলেও এখনও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। গতকাল কিশোরগঞ্জে তাপমাত্রা ৬ ডিগ্রি তে নেমেছিল। i. ৮-১০°© মৃদু শৈত্যপ্রবাহ ii. ৬-৮°© মাঝারি শৈত্যপ্রবাহ iii. ৪-৬°© তীব্র শৈত্যপ্রবাহ iv. ৪°© > অতি তীব্র শৈত্যপ্রবাহ ৩/বাতাস প্রবাহের দিক এবং তীব্রতা: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উচ্চচাপ তৈরির ফলে হিমালয়ের পাদদেশ থেকে শীতল বাতাস বাংলাদেশে আসছে, তাই শীতের তীব্রতা বাড়ছে। ৪/ জেট স্ট্রিম: পৃথিবী জুড়ে উর্ধ্বআকাশে পশ্চিম থেকে পূর্ব দিকে তীব্র বেগে এক সরু বাতাস প্রবাহিত হয়,যা জেট স্ট্রিম নামে পরিচিত। এটি আমাদের অঞ্চলে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে শীতের তীব্রতা বেশি। ৫/ ঘন কুয়াশা: দিনের বেলাও বেশির ভাগ অঞ্চল কুয়াশায় ঢাকা থাকে। কিরনকাল ৮-১০ ঘণ্টার পরিবর্তে এখন ৪-৫ ঘণ্টা হয়ে গেছে। ঘন কুয়াশার ফলে কিরণকালে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারছে না। তাই মাটি শীতল থাকছে এবং তীব্র শীত অনুভূত হচ্ছে। 📌 References: 1. Biting cold disrupts daily life in Bangladesh leaving citizens huddled https://bdnews24.com/amp/story/bangladesh%2Fmk3nh12lzg 2. People still in grip of biting cold - Daily Sun https://www.daily-sun.com/printversion/details/668205 3.https://youtu.be/5jotCkEZulk?si=gn7I2J-gdJ4i7aCS 4.https://www.bbc.com/bengali/news-46503915.amp 📝 Content Credit : 🖋️ Written by : Sadia Osman Lorin General Member, CUSS Team : Phoenix Institute of Marine Sciences Session: 2018-19 🖼️ Poster Credit : K.M. Shifat Shahrin Shawccho Assistant Publication and Publicity Secretary, CUSS Department Of Physics Session : 2018-19

Contact Us

CUSS

CUSS sparks synergy between science and society, founded in 2018. Committed to progress, awards, and collaboration, we champion multidisciplinary initiatives. Join active members shaping a better future. Igniting change, earning accolades – CUSS is the catalyst for transformative impact.

University of Chittagong,
Chittagong, Bangladesh

cuss.cu.bd@gmail.com

+880 1521 527 569

Loading
Your message has been sent. Thank you!