Super Post Category 19 May 2024 - 03:19 AM

World Malaria Day

#World_Malaria_Day

 ✨“Accelerate the fight against malaria for a more equitable world”✨

2️⃣5️⃣ আজ ২৫শে এপ্রিল, ২০২৪ ইং। বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস (World Malaria Day)।

⁉️বিশ্ব ম্যালেরিয়া দিবস কী?

 বিশ্ব ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য অব্যাহত বিনিয়োগ এবং টেকসই রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরার একটি উপলক্ষ বা প্রতীকী দিবস।

 🕰️ইতিহাস:

বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০০৮ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিলো। আফ্রিকা থেকে ম্যালেরিয়া দিবস উপলক্ষে একটি ইভেন্ট বিকশিত হয়েছিলো, যা আফ্রিকান দেশগুলোর সরকার ২০০১ সাল থেকে পালন করে আসছে। এটি ২০০৭ সালের ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় ডাব্লিউএইচও সদস্য দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো।

✊২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য:

WMD24 এর প্রতিপাদ্য হলো, "স্বাস্থ্য সমতা, লিঙ্গ এবং মানবাধিকার"। এই প্রতিপাদ্যটি গর্ভবতী মহিলাদের মতো এই রোগে সবচেয়ে বেশি আক্রান্তদের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সচেতনতা বাড়াতে এবং ম্যালেরিয়া-এন্ডেমিক সেটিংসে সম্প্রদায়ের মুখোমুখি হওয়া অনেক চ্যালেঞ্জ যেমন স্বাস্থ্য পরিষেবাগুলিতে অ্যাক্সেস এবং জলবায়ু দ্বারা সৃষ্ট উদীয়মান হুমকিগুলি তুলে ধরে সেগুলো পরিবর্তন করার উদ্দেশ্যে ভূমিকা রাখছে।

🦟ম্যালেরিয়া কী?

ম্যালেরিয়া হলো মানুষ এবং অন্য প্রাণীদের মশাবাহিত একটি সংক্রামক রোগ, যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা নামক এক ধরনের অণুজীব। 

⚠️কীভাবে ছড়ায় ম্যালেরিয়া?

মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবীর মাধ্যমে ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের দেহে এটি ছড়ায়। সংক্রমিত মশা কোনো ব্যক্তিকে কামড়ালে, ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়া জীবাণু প্রবেশ করে ম্যালেরিয়ায় আক্রান্ত করে।

📛ম্যালেরিয়া রোগের লক্ষণ:

নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসা।

গায়ে প্রচণ্ড ব্যথা।

মাথাব্যথা।

অনিদ্রা দেখা দেয়।

ক্ষুধামন্দা।

অত্যাধিক ঘাম হওয়া।

ক্লান্তি বা অবসাদ অনুভব করা।

রক্তশূন্যতা দেখা দেয়।

শ্বাসকষ্ট হওয়া।

🔰ম্যালেরিয়া প্রতিরোধে করণীয়:

✅ম্যালেরিয়ার মৌসুমে লম্বা হাতার জামাকপড় পরার অভ্যাস করুন।

✅সন্ধ্যার আগে ঘরের জানালা বন্ধ করুন।

✅ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করুন।

✅মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করুন।

✅ম্যালেরিয়া প্রবণ এলাকায় যাওয়ার ক্ষেত্রে অধিক সর্তকতা অবলম্বন করুন।

✅ঘরের আশেপাশে, বাগানে বা ছাদের কোথাও যেন পানি না জমে মশা বংশবিস্তার করতে না পারে,সেদিকে খেয়াল রাখুন।

💠দিবসটি পালনের উদ্দেশ্য:

মানবজাতির মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ দূর করে বিশ্বব্যাপী এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলা।

📌References:

1.https://www.who.int/campaigns/world-malaria-day

2.https://www.who.int/campaigns/world-malaria-day/2024

3.https://www.britannica.com/topic/World-Malaria-Day

4.https://my.clevelandclinic.org/health/diseases/15014-malaria

📝Content Credit :

🖋️Written By:

Rowshan Ara Rob Rahi

General Member, CUSS

Institute of Marine Sciences

Session: 2020-2021

🖼️️ Poster Credit:

Md. Mosfiqur Rahman 

Assistant IT Secretary, CUSS

Department Of Oceanography

Session: 2019-2020

Contact Us

CUSS

CUSS sparks synergy between science and society, founded in 2018. Committed to progress, awards, and collaboration, we champion multidisciplinary initiatives. Join active members shaping a better future. Igniting change, earning accolades – CUSS is the catalyst for transformative impact.

University of Chittagong,
Chittagong, Bangladesh

cuss.cu.bd@gmail.com

+880 1521 527 569

Loading
Your message has been sent. Thank you!