Werner Heisenberg Death Anniversary
******
সাইন্স পড়েছি অথচ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়িনি, এটা হতে পারেনা।তাইনা???

ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ।
জ্বী, ঠিকই ধরেছেন আমরা এ মহান বিজ্ঞানীর আবিষ্কার করা সেই বিখ্যাত হাইজেনবার্গের নীতি পড়ে এসেছি এতদিন।
১৯০১ সালের ৫ ডিসেম্বর, উরজবার্গ জার্মানীতে জন্ম এ মহামানবের। শিক্ষাজীবনে তিনি মিউনিখ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।এখানেই শিক্ষাজীবন অতিবাহিত করে, একজন ডাক্তার হিসেবে পড়াশোনা শেষ করেন।
তিনি ছিলেন একজন জার্মান তাত্ত্বিক পদার্থবিদ এবং বিখ্যাত কোয়ান্টাম বলবিদ্যার উদ্ভাবক।



এত সব যুগান্তকারী আবিষ্কারের মানুষটাকে আমরা হারিয়েছি আজকের এই দিনে।
এ পৃথিবী আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে হে মহান বিজ্ঞানী।
আজকের দিনে আপনাকে আমরা স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা আর ভালোবাসার সাথে।আপনার শেখানো পথ ধরেই এগিয়ে যাবে আজকের বিজ্ঞান।
ধন্যবাদ হে মহামানব।
Reference :
Content Credit :
Written By :
Ruqaia Binth Abdullah
Department of Genetic Engineering And Biotechnology
Session -2020-2021
Department representative.
Poster Credit :
Mohammad Wasif Mursalin Sadnan
Institute of Forestry and Environment Sciences
Session: 2018-19
Assistant IT Secretary